Mohun Bagan Fans: বাগান সমর্থকদের উদ্দেশ্যে কী বললেন সঞ্জীব গোয়েঙ্কা

Sanjeev Goenka

আপামর মোহনবাগান সমর্থকদের (Mohun Bagan Fans) নয়নের মণি হিসেবে উঠে এসেছেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjeev Goenka)। বলা যায়, তার হাত ধরেই একেবারে ভোল পাল্টেছে সবুজ-মেরুন ব্রিগেডের। বছর তিনেক আগে তার এটিকে ফুটবল দলের সঙ্গে মোহনবাগান দলের মার্জারের পর থেকেই একের পর এক চমক দিয়েছে এই ফুটবল দল।

আইএসএলে টানা আটবার কলকাতা ডার্বি জয় করা থেকে শুরু করে শেষ ফুটবল মরশুমে হিরো আইএসএল জয়, বলতে গেলে বর্তমানে সময়ে দাঁড়িয়ে ভারতীয় ক্লাব ফুটবলে সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছে মোহনবাগান। একটা সময় দলের নামের আগে এটিকে শব্দ থাকা নিয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিলে, সেটি সামলেছেন ব্যাপক বুদ্ধিমত্তা প্রয়োগ করে। শেষ মরশুমে ট্রফি জয়ের পরেই দলের নাম থেকে উঠিয়ে দিয়েছেন “এটিকে” শব্দটি। যা দেখে খুশি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আপামর সবুজ-মেরুন জনতা। তবে সেখানেই শেষ নয়।

   

নতুন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজে হাত দিয়েছে তার ম্যানেজমেন্ট। গত মরশুমে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হলেও দক্ষ ফরোয়ার্ডের সমস্যায় ভুগেছিল গোটা মরশুম। তাই সেই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েই এবার অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে দলে টেনেছে মোহনবাগান সুপারজায়ান্টস। এছাড়াও দলে এসেছেন ইউরোপা লিগে দাপিয়ে আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু।

এছাড়াও দেশীয় তারকাদের মধ্যে দলে আনা হয়েছে অনিরুদ্ধ থাপা থেকে শুরু করে আনোয়ার আলী ও সাহাল আবদুল সামাদের মতো তারকা ফুটবলার। যা দেখে খুশি হয়েছে সবুজ-মেরুন জনতা। আসলে আগত ফুটবল মরশুমে শুধুমাত্র হিরো আইএসএল নয়, এএফসি কাপের মতো টুর্নামেন্ট ও জিততে চান সঞ্জীব গোয়েঙ্কা। সেজন্য নতুন করে ঢেলে সাজিয়েছেন গোটা দলকে।

এছাড়াও গত কয়েকদিন আগেই কলকাতার আরপিএসজি অফিসে জেসন কামিন্স ও অনিরুদ্ধ থাপার হাত ধরে প্রকাশিত হয়েছে মোহনবাগান দলের নতুন জার্সি। সেটিও যথেষ্ট নজর কেড়েছে বাগান সমর্থকদের। যেখানে ফিরে এসেছে সেই গর্বের ১৮৮৯ সাল। তবে আজ মোহনবাগান দিবস নিয়ে সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন মোহনবাগান সুপারজায়ান্টের কর্নধার? সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ভারতীয় ফুটবলের ইতিহাসে আজ অর্থাৎ ২৯ জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। শত শত বাঙালি ফুটবলপ্রেমী মানুষের আবেগ ও গৌরবের দিন। আমার তরফ থেকে সকল মেরিনার্সদের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন