East Bengal: লাল-হলুদ জার্সিতে লড়াই করার চ্যালেঞ্জ সংগ্রামের

কিছুদিনের মধ্যেই নয়া ফুটবল মরশুম শুরু করবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। তাই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে এই প্রধান। জুনিয়র দলের কোচ বিনো…

Dempo SC Goalkeeper Sangramjit Roy Chowdhury

কিছুদিনের মধ্যেই নয়া ফুটবল মরশুম শুরু করবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। তাই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে এই প্রধান। জুনিয়র দলের কোচ বিনো জর্জের তত্ত্বাবধানেই এই মাসের শেষে কলকাতা লিগ অভিযান শুরু করবে দল। এখন সেদিকেই নজর রয়েছে সকলের। গত বছর অনবদ্য লড়াই করে ও শেষ রক্ষা করতে পারেনি মশাল ব্রিগেড। খেতাব জয় করে মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এবার নিজেদের সমস্ত ভুলত্রুটি শুধরে নিয়ে সাফল্য পেতে মরিয়া এই ফুটবল ক্লাব। সেজন্য, একাধিক তরুণ ফুটবলারদের সাইন করিয়েছে ক্লাব।

মহম্মদ জেসাল থেকে শুরু করে কামালউদ্দিন একে, শিজাস টিপি, ডিফেন্ডার সুনীল বাথালা সহ একাধিক বাঙালি ফুটবলারদের এবছর দলে নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। তার মধ্যেই রয়েছেন গোলরক্ষক সংগ্ৰাম জিৎ রায়চৌধুরী। আগামী দুইটি ফুটবল সিজনের জন্য লাল-হলুদের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই ফুটবলার।

   

উল্লেখ্য, গত মরশুম থেকেই দলের তিন কাঠির দায়িত্বে যথেষ্ট দক্ষতা দেখিয়ে আসছেন প্রভসুখান সিং গীল থেকে শুরু করে আদিত্য পাত্র এবং গৌরব সাউয়ের মতো ফুটবলাররা।‌ তাদের দক্ষ হাতে একাধিক ম্যাচে জয় পেয়েছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। যারফলে, তাদের সঙ্গে ও চুক্তি বাড়িয়েছে ম্যানেজমেন্ট।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লাল-হলুদের জার্সিতে লড়াই করা অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে চলেছে সংগ্ৰাম সহ কামালউদ্দিনের মতো ফুটবলারদের। তবে পুরোটাই নির্ভর করছে কোচের সিদ্ধান্তের উপর। চলতি মাসের ৩০ তারিখ বারাকপুর স্টেডিয়ামে টালিগঞ্জের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল।