গোল করে দলকে এএফসির চ্যাম্পিয়নস লিগের গ্ৰুপ পর্বে তুলে কী বললেন সঙ্গীতা?

শেষ মরসুমে অ্যান্থনি অ্যান্ড্রুজের তত্ত্বাবধানে দুরন্ত সাফল্য পেয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal women’s team)। অনবদ্য ফুটবলের মধ্যে দিয়ে ইন্ডিয়ান ওমেন্স লিগ জয় করার পাশাপাশি…

Indian Football Team player Sangita Basfore to assist AFC Womens Asian Cup Australia

শেষ মরসুমে অ্যান্থনি অ্যান্ড্রুজের তত্ত্বাবধানে দুরন্ত সাফল্য পেয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal women’s team)। অনবদ্য ফুটবলের মধ্যে দিয়ে ইন্ডিয়ান ওমেন্স লিগ জয় করার পাশাপাশি কন্যাশ্রী কাপ ঘরে তুলেছিল মশাল ব্রিগেড। সেই সুবাদে এবার এএফসির ওমেন্স চ্যাম্পিয়নস লিগের প্রিলিমিনারী রাউন্ডে খেলার সুযোগ পেয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। সেখানে ও বাজিমাত করেছে‌ মহিলা দল। গত সোমবার কম্বোডিয়ার চ্যাম্পিয়ন দল পেন ক্রাউন এফসিকে পরাজিত করেছিল রেস্টি নানজিরিরা। তারপর গত রবিবার সন্ধ্যায় হংকংয়ের শক্তিশালী কিচি এফসিকে আটকে দেয় ইস্টবেঙ্গল।

Also Read | পায়ের ‘ফুটবল ছেড়ে’ কেন হাতে বন্দুক তুলে নিলেন ক্রেসপো?

   

যারফলে গ্ৰুপ চ্যাম্পিয়ন হয় অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা। সেই দ্বিতীয় ম্যাচে গোল পেয়েছেন সঙ্গীতা বাস্ফোর (Sangita Basfore)। যারফলে এবার অনায়াসেই এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্ৰুপ পর্বে স্থান অধিকার করেছে মশাল কন্যারা। এক কথায় যা বিরাট সাফল্য। মহিলা দলের এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। আগামী দিনে ও এই পারফরম্যান্স বজায় রাখার লক্ষ্য থাকবে সকলের। গত সোমবার শহরে ফিরেছেন ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলাররা। তাঁদের এমন অনন্য সাফল্যের‌ দরুন ক্লাব তাঁবুতে সম্বর্ধনা প্রদান করা হয় সকল ফুটবলার সহ সাপোর্টিং স্টাফেদের।

Also Read | এশিয়ান কাপের বাছাইপর্বে দাপুটে জয় দিয়ে অভিযান শুরু ‘ব্লু কোল্টস’দের

Advertisements

দলের জয়ের ক্ষেত্রে অবদান রাখতে পেরে যথেষ্ট খুশি বাঙালি কন্যা ‌সঙ্গীতা বাস্ফোর। পরবর্তীতে গনমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের গোল প্রসঙ্গে তিনি বলেন, “দলের বন্ডিং ছিল বলে গোলটা হয়েছে। টিমের খেলোয়াড়রা পাস না দিলে আমি গোলটা করতে পারতাম না। ক্রেডিটটা দলের সকলকে যাচ্ছে। দলের যত ফুটবলার আছে, সাপোর্টিং স্টাফ আছে সকলের জন্যই সম্ভব হয়েছে। তাছাড়াও দলের সমর্থকদের অসংখ্য ধন্যবাদ জানাব। এভাবে আমাদের সাপোর্ট করার জন্য সকলকে অনেক ধন্যবাদ।”

এবার আরও বড় লড়াই। এএফসির ওমেন্স চ্যাম্পিয়নস লিগের গ্ৰুপ পর্বে ও একাধিক শক্তিশালী দলের সঙ্গে লড়াই করতে হবে ইস্টবেঙ্গলকে। সেখানেও নিজেদের সেরাটা দিতে চাইবেন দলের প্রত্যেক মহিলা ফুটবলাররা।

For more updates, follow Kolkata24x7 on FacebookTwitter, InstagramYoutube; join our community on Whatsapp