আসছে মরশুমে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবেনা সন্দেশ ঝিঙ্গানকে (Sandesh Jhingan)। এমনটাই গুঞ্জন এখন ময়দানে। সবুজ মেরুন কোচের পরিকল্পনায় নেই তিনি, সেটা তার কাছে স্পষ্ট করে দেওয়া হয়েছে।
Advertisements
যদি গেমটাইম’ই না পান তাহলে চলবে কি করে? বিষয়টা ভাবাচ্ছে ভারতের তারা’কে। তাই হয়তো ভাগ্য অন্বেষণে আগামী মরশুমে বিদেশের কোনও ক্লাবে আরেকবার নিজেকে যাচাই করে দেখতে চাইবেন ঝিঙ্গান৷ তার পছন্দের তালিকায় আছে জার্মানি এবং ফ্রান্সের ক্লাব।
Advertisements
শোনা যাচ্ছে জার্মানির ফুটবল ক্লাব FC Energie Cottbus ঝিঙ্গান’কে নেওয়ার বিষয় আগ্রহ দেখিয়েছে।জার্মানির তৃতীয় ডিভিশনের ক্লাব এইটা। গোটা বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে ।