আল সীবকে হারিয়ে কী বললেন সন্দেশ ঝিঙ্গান?

গত বুধবার এএফসির চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের (AFC Champions League 2) প্রিলিমিনারী ম্যাচ খেলতে নেমেছিল এফসি গোয়া (FC Goa)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ওমানের…

Sandesh Jhingan Lauds FC Goa's Grit in AFC Champions League

গত বুধবার এএফসির চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের (AFC Champions League 2) প্রিলিমিনারী ম্যাচ খেলতে নেমেছিল এফসি গোয়া (FC Goa)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ওমানের শক্তিশালী ফুটবল ক্লাব আল সীব ফুটবল দল। সম্পূর্ণ সময়ের শেষে একটি ঘরের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে মানোলো মার্কুয়েজের ছেলেরা। দলের হয়ে গোল করেছিলেন যথাক্রমে দেজান ড্রাজিচ এবং জাভিয়ের সিভেরিও টোরো। বলতে গেলে সিভেরিওর করা গোলেই শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় ভারতবর্ষের এই শক্তিশালী ফুটবল ক্লাব। যারফলে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ে এবার মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি ভারতের দ্বিতীয় ক্লাব হিসেবে লড়াই করবে এফসি গোয়া।

Also Read | দ্রাজিচ-সিভেরিওর গোলে এএফসি মঞ্চে এফসি গোয়ার উড়ান

   

এক কথায় যা বিরাট বড় পাওনা সকলের কাছেই। উল্লেখ্য, গত সিজনের শুরুটা খুব একটা ইতিবাচক না থাকলেও পরবর্তীতে অনবদ্য ছন্দে ধরা দিয়েছিল গোয়া শিবির। দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলের লিগ শিল্ডের দূর থেকে ছিটকে গেলেও শেষ পর্যন্ত কলিঙ্গ সুপার কাপ জয়ের মধ্য দিয়ে মরসুম শেষ করেছিল এফসি গোয়া। সেই খেতাব জয়ের দরুন এমন গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার সুযোগ চলে এসেছিল ইন্ডিয়ান সুপার লিগের এই শক্তিশালী ফুটবল দলের কাছে। সেই সুযোগ এবার কাজে লাগালেন বোরহা হেরেরা থেকে শুরু করে জাভিয়ের সিভেরিও টোরোরা।

Also Read | চুক্তি সম্পন্ন! জয়ের অপেক্ষায় লাল-হলুদের অনুশীলন শিবির

Advertisements

উল্লেখ্য প্রথমার্ধের দাপুটে ফুটবলের পর দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছিল এফসি গোয়া। তবে পরবর্তীতে প্রতিপক্ষ দল একটি গোলের মধ্য দিয়ে ব্যবধান কমাতে সক্ষম হলেও আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি। এক্ষেত্রে গোটা ৯০ মিনিট জুড়ে দলের রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন ভারতীয় তারকা সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)। মাঝে চোট সমস্যার দরুন মরসুমের অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হলেও ফিরে আসার পর থেকেই দারুন ছন্দে ধরা দিয়েছেন সন্দেশ। রক্ষণভাগে তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছিল গোটা দলকে।

Also Read | সঞ্জুর বিনিময়ে রুতুরাজ-রবীন্দ্রর দাবি প্রত্যাখ্যান করল সিএসকে

ম্যাচ শেষে একটি জনপ্রিয় মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন, ” আমরা খুবই খুশি। ম্যাচের অধিকাংশ সময় জুড়েই আমাদের দলের ফুটবলাররা যথেষ্ট প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। প্রতিপক্ষের রক্ষণভাগকে চ্যালেঞ্জে রেখেছে। তাছাড়া দলের প্রত্যেকেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। সকলের প্রচেষ্টার দরুন এই রেজাল্ট। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে জয় দিয়েই আমরা নতুন সিজন শুরু করলাম। এটাই ধরে রাখার চেষ্টা থাকবে। তাছাড়া আমরা এবার চ্যাম্পিয়নস লিগ খেলতে চলেছি। সেই নিয়ে আমি যথেষ্ট উৎসাহিত।”