আফগানিস্তান ম্যাচের আগে বিরাট ধাক্কা, দেশে ফিরছেন সন্দেশ

গত সোমবার কাফা নেশনস কাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী ইরান। যাদের এশিয়ান ফুটবলের অন্যতম পাওয়ার হাউস…

Sandesh Jhingan Vows to Fight Back After India’s Loss to Hong Kong in AFC Asian Cup Qualifiers

গত সোমবার কাফা নেশনস কাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী ইরান। যাদের এশিয়ান ফুটবলের অন্যতম পাওয়ার হাউস বলা চলে। তাঁদের বিপক্ষে লড়াইটা যে কঠিন হবে সেটা জানা ছিল সকলের। তবুও সীমিত শক্তি নিয়েই দল সাজিয়েছিলেন নব নিযুক্ত কোচ খালিদ জামিল‌। জাতীয় দলের একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারকে না পেলেও নিজের পরিকল্পনা অনুযায়ী প্রতিপক্ষ দলকে আটকাতে বদ্ধপরিকর ছিলেন কোচ। যারফলে প্রথমার্ধের শেষে বজায় ছিল অমীমাংসিত ফলাফল। একাধিকবার চাপ সৃষ্টি করে ও গোলের মুখ খুলতে পারেননি ইরানের ফুটবলাররা।

Also Read | রবসনের অনুশীলনে যোগদানের দিন কী বললেন বাগান সভাপতি?

   

অপরদিকে, সুযোগ পেয়েই পাল্টা আক্রমণে উঠে আসতে শুরু করেছিলেন ভারতীয় ফুটবলাররা। যদিও গোলের মুখ খোলা সম্ভব হয়নি। যদিও ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজেদের দাপট দেখাতে শুরু করেছিল শক্তিশালী ইরান। শেষ পর্যন্ত তিনটি গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল ভারতীয় ফুটবল দল। সেই নিয়ে যথেষ্ট হতাশ দেশের ফুটবলপ্রেমীরা। তবে এখনও রয়ে গিয়েছে আশা। দিনকয়েক পরেই নেশনস কাপের গ্ৰুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ব্লু-টাইগার্সরা। যেখানে তাঁদের লড়াই করতে হবে প্রতিবেশী ইরানের সঙ্গে। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট সংগ্ৰহ করতে পারলেই গ্ৰুপ রানার্স হয়ে পরের রাউন্ডে চলে যাবে ভারত।

sandesh jhingan

Also Read | আইএসএল নিয়ে আশাবাদী ওডিশা, পুরনো ছন্দে ফিরতে মরিয়া ম্যানেজমেন্ট

ইরান ম্যাচের হতাশা কাটিয়ে এবার জয়ের সরণিতে ফেরাই অন্যতম লক্ষ্য আনোয়ার আলিদের। তবে এসবের মাঝেই উঠে এসেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, গত ইরান ম্যাচ খেলতে গিয়েই গুরুতর জখম হয়েছেন জাতীয় দলের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। হ্যাঁ ঠিকই শুনেছেন। মনে করা হচ্ছে মুখের চোয়ালে গুরুতর চোট এসেছে জাতীয় দলের এই ভরসাযোগ্য সেন্টার ব্যাকের। যারফলে এবার দেশে ফিরে আসছেন এই দাপুটে ফুটবলার। তাঁর অনুপস্থিতি নিঃসন্দেহে বিরাট প্রভাব ফেলতে পারে দলের রক্ষণভাগে।

Advertisements

Also Read | ‘গোপন প্রেম’ প্রকাশ্যে? দেখুন ভাইরাল সারার অন্তরঙ্গ মুহূর্তের অ্যালবাম

এছাড়াও আগামী কয়েক সপ্তাহ পরেই এএফসির এসিএল টায়ার টুয়ের গ্ৰুপ পর্বের ম্যাচ খেলতে নামবে মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। সেক্ষেত্রে সন্দেশের এমন চোটের দরুন হয়তো তাঁকে পাবেন না গতবারের সুপার কাপ জয়ী কোচ। যারফলে জাতীয় শিবিরের পাশাপাশি সমস্যার মুখে পড়তে পারে এফসি গোয়া শিবির।

 

For more updates, follow Kolkata24x7 on FacebookTwitter, InstagramYoutube; join our community on Whatsapp