HomeSports Newsপরাজয় ভুলে আগামী দিনে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন সন্দেশ

পরাজয় ভুলে আগামী দিনে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন সন্দেশ

- Advertisement -

গতবছর যথেষ্ট প্রশংসনীয় পারফরম্যান্স ছিল এফসি গোয়ার (FC Goa)। দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে চূড়ান্ত সাফল্য না আসলেও সেই ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। যারফলে শেষ সিজনে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল এফসি গোয়া (FC Goa)। সেটা নিঃসন্দেহে খুশি করেছিল সকল সমর্থকদের। এই সাফল্যের সুবাদেই এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছে ভারতের এই ফুটবল ক্লাব। তারপর আল সীবকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের ছাড়পত্র পায় গোয়া (FC Goa)।

সেই নিয়ে যথেষ্ট খুশি ছিল সমর্থকরা। কিন্তু এবার লড়াইটা যে আরো কঠিন হয়ে উঠবে সেটা ভালো মতোই বুঝতে পেরেছিল সকলে। বিশেষ করে আল নাসেরের পাশাপাশি আল-জাওরার মতো ফুটবল ক্লাব গুলির সঙ্গে একই গ্রুপে স্থান করে নেওয়ার ফলে পরবর্তী রাউন্ডে যাওয়া যে একেবারেই সহজ হবে না তা স্পষ্ট ছিল সকলের। তবুও নিজেদের সীমিত শক্তি নিয়ে প্রতিপক্ষ দলগুলির সঙ্গে হার না মানার লড়াইয়ের মানসিকতা যথেষ্ট নজর কাড়ছে সমর্থকদের। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠে হাড্ডা হাড্ডি লড়াই করেও আটকে যেতে হয়েছিল আল-জাওরার কাছে।

   

সেই হতাশা কাটিয়ে অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট সংগ্রহ করতে মরিয়া ছিল জাভিয়ের সিভেরিও টোরোরা। কিন্তু সেটা সম্ভব হয়নি। গত ১লা অক্টোবর অ্যাওয়ে ম্যাচে এফসি ইস্তেকালোলের কাছে পরাজিত হয় এফসি গোয়া (FC Goa)। তা ব্যাপকভাবে হতাশ করেছিল সকলকে। টানা দুইটি ম্যাচে পরাজয়ের ফলে বর্তমানে অনেকটাই ব্যাকফুটে আইএসএলের এই ফুটবল ক্লাব। তবে সেই ব্যর্থতা ভুলে নিজেদের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর গতবারের সুপার কাপ চ্যাম্পিয়নরা। সেই নিয়েই এবার নেটমাধ্যমে সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ পোস্ট করেন তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)।

Sandesh Jhingan said Indian Football Team not resting on past laurels

যেখানে তিনি লেখেন, ” আমরা এই পরাজয় সম্পূর্ণ দায়িত্বের সাথে মেনে নিচ্ছি, কোনও অজুহাত নেই। কিন্তু আমাদের মাথা উঁচু, কারণ বিপর্যয় আমাদের ভাঙে না, বরং আমাদের তীক্ষ্ণ করে তোলে। আমরা আরও কঠিন লড়াই করব। আরও কঠোর প্রশিক্ষণ নেব এবং আবার উঠে দাঁড়াব। এটা আমাদের প্রতিশ্রুতি।” তাঁর এমন মন্তব্য নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular