Sandesh Jhingan: লাগাতার জল্পনার মুখে অবশেষে মুখ খুললেন সন্দেশ

sandesh jhingan

লাগাতার জল্পনা। সন্দেশ ঝিঙ্গানকে (Sandesh Jhingan) কেন্দ্র করে আলোচনার শেষ নেই। এবার এক প্রকার বাধ্য হয়েই মুখ খুললেন তিনি। সামাজিক মাধ্যমে নিজের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেছেন সন্দেশ। ভবিষ্যত পরিকল্পনা, নিজের শারীরিক পরিস্থিতি সম্পর্কে বলেছেন তিনি। সোমবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য তুলে ধরেছেন সন্দেশ।

“সামাজিক মাধ্যমে কিছু দেখলে সাধারণত এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। তবে মাঝে মধ্যে জানার খুব আগ্রহ হয়, এই ‘ সূত্র ‘ আসলে কারা। বিগত দুই সপ্তাহে অনেকে আমাকে নিয়ে লাগাতার চর্চা করেছেন। আমার সম্ভাব্য চোট, আমার চুক্তি সম্পর্কিত তথ্য, আমার পরবর্তী পদক্ষেপ ইত্যাদি সম্পর্কে অনেকে অনেক কিছু বলেছেন। এবার বোধহয় আমার কিছু বলার সময় এসেছে।”

   

সোশ্যাল মিডিয়ায় সন্দেশ বলেছেন, “আমি মনে করি যা উত্তর দেওয়া সেটা মাঠেই দেওয়া ভালো। যেমনটা অতীতে দিয়েছিলাম… নিজেকে আরও ফিট, দ্রুততর, মজবুত করার জন্য পরিশ্রম করছি। কোনো রিহ্যাবে নয়, অনুশীলনের মাধ্যমে। এবং আমার ভবিষ্যত খুব তাড়াতাড়ি স্থির হবে। আশা করছি খুব তাড়াতাড়ি মাঠে ফিরবো।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন