আগামী মরসুমে ও আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে খুশি সন্দেশ

sandesh-fc-goa-international-representation

গত রবিবার সন্ধ্যায় সুপার কাপের ফাইনালে নেমেছিল এফসি গোয়া (Sandesh FC Goa)। নিজেদের ঘরের মাঠেই তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। খাতায় কলমে ইস্টবেঙ্গলের তুলনায় অনেক বেশি এগিয়ে ছিল গোয়ার এই ফুটবল ক্লাবটি। স্বাভাবিকভাবেই দলের জয় নিয়ে ব্যাপক আশাবাদী ছিলেন সমর্থকরা। তবে সেদিন ম্যাচে লড়াইটা খুব একটা সহজ ছিল না গোয়ার জন্য। প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল লাল-হলুদ ফুটবলারদের। যদিও গোলের মুখ খোলা সম্ভব হয়নি।

প্রথমার্ধের অমীমাংসিত ফলাফলের পর দ্বিতীয়ার্ধে আক্রমণের চাপ বাড়িয়েছিল গোয়া শিবির। তবে তাঁদের পক্ষে গোলের মুখ খোলা সম্ভব হয়নি। দেজান ড্রাজিচ থেকে শুরু করে ব্রাইসন ফার্নান্দেজের মতো ফুটবলাররা একাধিকবার গোলের সহজ সুযোগ পেলে ও সেগুলি কাজে লাগাতে পারেননি। প্রতিপক্ষের রক্ষণভাগের অন্যতম ভরসাযোগ্য দুই তারকা তথা আনোয়ার আলি এবং কেভিন সিবিলেদের সক্রিয়তায় আটকে যেতে হয়েছিল বারংবার। স্বাভাবিকভাবেই শেষ পর্যন্ত ম্যাচ চলে গিয়েছিল অতিরিক্ত সময়ের দিকে। তবুও গোলের মুখ খোলা সম্ভব হয়নি।

   

অনবদ্য ঋত্বিক, জুবিন গার্গকে জয় উৎসর্গ করলেন গোয়ার এই গোলরক্ষক

পরবর্তীতে ম্যাচ চলে গিয়েছিল টাইব্রেকারে। সেখানে প্রথমদিকে ইস্টবেঙ্গল অ্যাডভান্টেজে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করে মানোলো মার্কেজের ছেলেরা। সেই নিয়ে যথেষ্ট খুশি গোয়ান সমর্থকরা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান খেলতে না পারলেও আগামী সিজনে এই দলের জার্সিতে পুনরায় আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে খুশি তিনি।

নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত কয়েকটি ছবি আপলোড করে তিনি লেখেন,’ এফসি গোয়ায় যারা বেঁচে আছেন এবং নিঃশ্বাস নিচ্ছেন, যারা এই ক্লাবের সাথে যেকোনোভাবে যুক্ত, তাঁদের সকলের জন্য, এটি আপনার জন্য। গত পাঁচ মাস ছিল এক স্মরণীয় যাত্রা। আল সিবের বিপক্ষে সেই রাতের খেলা থেকে শুরু করে যে রাত আমাদের চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে গিয়েছিল, মহাদেশীয় মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করা, এবং এখন পরপর সুপার কাপ জেতা।’

আরও লেখেন, ‘ আল নাসর খেলার উচ্ছ্বাস হোক বা সুপার কাপের বৃষ্টিতে ভেজা শুরু, প্রতিটি মুহূর্তেই আপনারা আমাদের সমর্থন করেছেন। আমরা একসাথে আরেকটি ট্রফি তুলেছি। এবং আবারও, আমরা আগামী মরসুমে এশিয়ায় ভারতের প্রতিনিধিত্ব করার জন্য আমাদের জায়গা নিশ্চিত করেছি। ক্লাবের জন্য। গোয়ার জন্য। প্রতিটি সমর্থকদের জন্য যারা কখনও বিশ্বাস করা বন্ধ করেনি।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন