Samir Murmu: করা হতে পারে ঘোষণা, বড় সুযোগ পেতে পারেন সমীর মুর্মু

Samir Murmu likely to join Jamshedpur fc

জামশেদপুর এফসি (Jamshedpur FC) ফ্রি ট্রান্সফারে সমীর মুর্মুকে (Samir Murmu) সই করাতে পারে। সম্প্রতি এই সম্ভাবনা অনেকটা বৃদ্ধি পেয়েছে। ইন্ডিয়ান সুপার লিগ খেলার পথে সমীর।

ইতিমধ্যে কোচের নাম চূড়ান্ত করেছে জামশেদপুর এফসি। আগামী মরসুমের জন্যও খালিদ জামিল থাকছেন জামশেদপুর এফসির কোচ. মনে করা হচ্ছে কোচের নাম চূড়ান্ত হওয়ার পরেই এবার নতুন ফুটবলারদের সই সম্পন্ন করবে জামশেদপুর এফসি।

   

Jamshedpur FC: ইস্টবেঙ্গল বাতিল ‘অ্যাটাকিং স্ট্রাইকার’-কে ধরে রাখল জামশেদপুর

চলতি ট্রান্সফার উইন্ডোতে কিছুটা নিষ্প্রভ দেখিয়েছে জামশেদপুর এফসিতে। ক্লাব কোন কোন ফুটবলারকে সই করাবে সে ব্যাপারে ভারতীয় ফুটবল সমর্থকদের মধ্যে রয়েছে কৌতূহল। জামশেদপুর এফসি তাদের স্কোয়াডে সমীর মুর্মুকে যুক্ত করতে পারে। আর্মি রেডের হয়ে খেলে নজর কেড়েছিলেন সমীর। জামশেদপুরের বেকো পঞ্চায়েতের বাসিন্দা সমীর ফ্রি ট্রান্সফারে ক্লাবে যোগ দিতে পারেন।

সমীর মুর্মু ফরোয়ার্ড লাইনের যে কোনও জায়গায় খেলতে পারেন। ২০২৩-২৪ সন্তোষ ট্রফিতে ১০ গোল করেছিলেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। ভারতীয় অনূর্ধ্ব -২৩ দলেও ডাক পেয়েছিলেন। আসন্ন মরসুমের আগে স্থানীয় প্রতিভাদের রিক্রুট করার ব্যাপারে জোর দিয়েছে জামশেদপুর এফসি।

Prabir Das: কোন দলে থাকছেন প্রবীর? মিলল বড় আপডেট

সময়ের সঙ্গে ক্রমে প্রচারের আলোকে উঠে এসেছেন সমীর মুর্মু। সন্তোষ ট্রফিতে রয়েছে দর্শনীয় গোল। আক্রমণ তৈরি করার ক্ষেত্রে রয়েছে মুন্সিয়ানা। নিজের নামের পাশে যুক্ত করেছেন একাধিক অ্যাসিস্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন