ভবানীপুরের হয়ে খেলতে পারেন সাদা-কালো ব্রিগেডের এই ফুটবলার

Samad Ali Mallick Mohammedan SC

গত সপ্তাহেই প্রকাশ পেয়েছে কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) গ্ৰুপ বিন্যাস। কলকাতার রোয়িং ক্লাবে একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে করা হয়েছিল লটারি। যেখানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল সুব্রত পাল থেকে শুরু করে ভাস্কর গাঙ্গুলি, অলোক মুখার্জি, অমিত ভদ্র, প্রসূন ব্যানার্জি, শিশির ঘোষ, দীপেন্দু বিশ্বাস, রহিম নবি, ও মেহতাব হোসেনের মতো ব্যক্তিবর্গকে। এছাড়াও ছিলেন বাংলা দলের সন্তোষ জয়ী কোচ সঞ্জয় সেন। তাঁদের হাত ধরেই আয়োজিত হয়েছিল পুরো লটারি প্রক্রিয়া। যেখানে প্রথমেই উঠে এসেছিল ইমামি ইস্টবেঙ্গলের নাম। বলাবাহুল্য, কলকাতা ময়দানের এই প্রধানের সঙ্গে একই গ্রুপে থেকেছে পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট।

Advertisements

অর্থাৎ এবার সপ্তম রাউন্ডেই থাকছে হাইভোল্টেজ ডার্বি। অন্যদিকে, কলকাতা ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব দ্বিতীয় গ্রুপের থাকলেও সেদিকেও নজর থাকবে সকলের। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী ২৫শে জুন থেকেই শুরু হয়ে যাবে প্রিমিয়ার ডিভিশন লিগ। সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। তবে এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, এবারের কলকাতা ফুটবল লিগে ভবানীপুর দলের হয়ে খেলতে দেখা যেতে পারে সামাদ আলি মল্লিককে। হ্যাঁ ঠিকই শুনেছেন।

Advertisements

শেষ আইএসএল মরসুমে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কত্ব করেছিলেন এই ভারতীয় ফুটবলার। যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে গেছেন সব সময়। দলের খুব একটা সাফল্য না থাকলেও একক দক্ষতায় নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন সব সময়। কিন্তু এবার আগত নয়া ফুটবল মরসুমে কলকাতা ফুটবল লিগের অন্যতম শক্তিশালী এই দলের হয়ে খেলতে দেখা যেতে পারে সামাদকে। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।