Monday, December 8, 2025
HomeEntertainmentSalman Khan: লাল-হলুদে আসছেন সলমন, নেটমাধ্যমে কী বললেন ভাইজান?

Salman Khan: লাল-হলুদে আসছেন সলমন, নেটমাধ্যমে কী বললেন ভাইজান?

- Advertisement -

হাতে মাত্র আর কটা দিন। তারপরেই বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে শহরে পা রাখবেন বলিউডের ভাইজান (Salman Khan)। যাকে দেখার জন্য মুখিয়ে হাজার হাজার সিনেমাপ্রেমী মানুষ। সকলেরই ডেস্টিনেশন ইস্টবেঙ্গল ক্লাব গ্রাউন্ড। সেখান থেকেই নিজেদের প্রিয় অভিনেতা কে চাক্ষুস করতে মরিয়া অনুরাগীরা। এই অনুষ্ঠান নিয়েই এবার স্যোশাল সাইটে বিশেষ পোস্ট করলেন সলমন খান।

সেই অনুযায়ী আগামী মাসের ১৩ তারিখ লাল-হলুদ তাঁবুতে আসতে চলেছেন এই জনপ্রিয় বলি তারকা। ক্লাবের শতবর্ষ উৎযাপনের উপলক্ষে সলমন খান কে নিয়ে একটি মেগা ডান্স শো আয়োজনের কথা থাকলেও করোনা পরিস্থিতির জেরে সেইসময় তা করা সম্ভব হয়নি। তবে বর্তমানে পরিস্থিতির অনেকটাই উন্নতি ঘটায়, আয়োজিত হতে চলেছে এই উৎসব।

   

এক্ষেত্রে জনপ্রিয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা “হোয়াটস ইন দ্য নেম” এর সক্রিয়তা ও ক্লাবের সহযোগিতা যথেষ্ট কার্যকরী ভূমিকা নিয়েছে। শো টির নাম দেওয়া হয়েছে “দাবাং দ্য ট্যুর রিলোডেড।” যার টিকিট পার্টনার হিসেবে কাজ করছে পেটিএম ইনসাইডার। বর্তমানে লাল-হলুদ তাঁবু সহ শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কাউন্টার গুলি থেকে ও মিলবে সো এর টিকিট। যার দাম ৯৯৯ টাকা থেকে শুরু করে ২৫ হাজার টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে।

এবার এই শো নিয়েই নেটমাধ্যমে বিশেষ পোস্ট করলেন সলমন খান। বিশেষত নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলের স্টোরিতে অনুষ্ঠানটির পোস্টার শেয়ার করেন ভাইজান। যারফলে, এই অনুষ্ঠানটি কে কেন্দ্র করে নিজের অনুরাগীদের যে বার্তা দিতে চাইলেন তা সকলের কাছেই পরিষ্কার হয়ে গিয়েছে। বলাবাহুল্য, এই শো তে শুধুমাত্র সলমন খানের পাশাপাশি উপস্থিত থাকবেন জ্যাকলিন ফার্নান্দেজ, প্রভুদেবা, কামাল খান ও পূজা হেগড়ের মতো আরও একাধিক জনপ্রিয় ব্যক্তিবর্গ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular