দুরন্ত ফুটবলের মধ্যে দিয়েই এই আইএসএল শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রথম ম্যাচে জয় না আসলেও খেলোয়াড়দের অদম্য লড়াই মন জিতে ছিল সকলের। তবে দ্বিতীয় ম্যাচে থেকেই ছন্দে ফিরতে থাকে দল। অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী এফসি গোয়া দলকে। তারপর তৃতীয় ম্যাচে চেন্নাইয়িন এফসির বিপক্ষে আসে জয়। কিন্তু বেশিদিন বজায় থাকেনি সেই ধারা। সময় এগোনোর সাথে সাথেই একের পর এক ম্যাচে পরাজিত হতে হয়েছে কলকাতা ময়দানের এই প্রধানকে। যারফলে অনেকটাই নেমে আসতে হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলে। বর্তমানে ১২ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানিতে রয়েছে মহামেডান।
Also Read | হায়দরাবাদ ম্যাচের আগে একী বললেন! লাল-হলুদ অধিনায়ক ক্লেন্টন
গতবারের আইলিগ জয়ীদের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। কিন্তু তাঁর মাঝেই উঠে আসতে শুরু করেছিল বেতন সমস্যা। গত কয়েকদিন ধরেই ময়দানে গুঞ্জন ছিল যে গত কয়েক মাস ধরেই নাকি ঠিকমতো বেতন পাচ্ছেন না দলের একাধিক ফুটবলার। সেইমতো নাকি ফিফায় ও দ্বারস্থ হওয়ার কথা ভাবছিলেন বেশকিছু ফুটবলার। এবার সেই নিয়েই নিজেদের অবস্থান স্পষ্ট করল সাদা-কালো কতৃপক্ষ। সেই অনুযায়ী গত আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকেই দলের সকল ফুটবলারদের প্রাক-মরসুম প্রস্তুতিতে যোগদানের কথা বলা হয়েছিল তাঁদের তরফে। এক্ষেত্রে প্রতিটি ফুটবলারের যোগদানের ভিত্তিতে চালু হয়ে গিয়েছিল বেতন প্রক্রিয়া।
Also Read | বড়দিনে সমর্থকদের কী উপহার বাগান ফুটবলারদের? দেখুন
তারপর থেকে গত মাস পর্যন্ত নাকি বেতন মিটিয়ে দেওয়া হয়েছে দলের একাধিক ফুটবলারদের। তবে দলের কয়েকজনের চুক্তি সংক্রান্ত বিষয় জটিলতা দেখা দেওয়ায় তাঁদের এখনও বেতন সম্ভব হয়নি। কিন্তু খুব শীঘ্রই নাকি বেতন পরিশোধ করা দেওয়া হবে সেই ফুটবলারদের। পাশাপাশি আরও জানা গিয়েছে আগামী বছরের মে মাসে পর্যন্ত সকল ফুটবলারদের বেতন সঠিক সময় দিতে বদ্ধপরিকর মহামেডান স্পোর্টিং ক্লাব। তাছাড়া গত সিজনে ও যারা দলের হয়ে খেলেছিলেন তাঁদের ও নাকি বেতন মিটিয়ে দেওয়া হয়েছে সঠিক সময়ের মধ্যেই।
Also Read | চমকে উঠলেন লাল-হলুদ সমর্থকরাও, আনোয়ারকে নিয়ে কোন তথ্য প্রকাশ্যে এল?
এই প্রসঙ্গে গত মঙ্গলবার বাংলার একটি জনপ্রিয় মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মহামেডান কর্তা কামরুদ্দিন ববি জানান, “এই ইস্যু একেবারেই সত্যি নয়। কিছু মানুষ গুজব ছড়াচ্ছে। কোনও ফুটবলারের বেতন সমস্যা নেই”। পাশাপাশি তিনি আরও বলেন, “আমরা সামনের উইন্টার ট্রান্সফার উইন্ডো কাজে লাগাতে চাই। সেখান থেকেই দলের জন্য একাধিক ভালো ফুটবলার নেওয়ার পরিকল্পনা রয়েছে”।