ISL : ইস্টবেঙ্গলে না গিয়ে চেন্নাইয়ের ক্লাবে যাচ্ছেন বাংলার ফুটবলার

নিশ্চিত হল সজল বাগের (Sajal Bag) ইন্ডিয়ান সুপার লিগের (ISL) যোগদানের খবর। বাংলার কোনো ক্লাবের (East Bengal) পরিবর্তে তিনি যোগ দিচ্ছেন চেন্নাইয়ের ক্লাবে। একের অধিক…

East Bengal is likely to get investors in the first week of June

নিশ্চিত হল সজল বাগের (Sajal Bag) ইন্ডিয়ান সুপার লিগের (ISL) যোগদানের খবর। বাংলার কোনো ক্লাবের (East Bengal) পরিবর্তে তিনি যোগ দিচ্ছেন চেন্নাইয়ের ক্লাবে। একের অধিক বর্ষের জন্য তাঁর সঙ্গে চুক্তি হচ্ছে না বলে জানা গিয়েছে।

প্রাপ্ত খবর অনুযায়ী, ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব চেন্নাইয়ান ফুটবল ক্লাবে যোগ দিচ্ছেন সজল বাগ। বেশ ভালো প্রস্তাব পেয়ে দক্ষিণ ভারতে যাচ্ছেন এই বঙ্গ তনয়। সজলের কাছে ইস্টবেঙ্গল ক্লাবে প্রবেশের দরজা খোলা ছিল বলেও জানা গিয়েছে।

সন্তোষ ট্রফিতে ফাইনালে ওঠা বাংলা দলকে সম্বর্ধনা দিয়েছিল লাল ক্লাব। সেখানে স্কোয়াডের সকলকে ক্লাবে যোগ দেওয়ার জন্য দেওয়া হয়েছিল খোলা প্রস্তাব। সজলের কাছেও প্রস্তাব ছিল। কিন্তু তিনি চেন্নাইয়ের দলকেই বেছে নিয়েছেন।

Advertisements

সন্তোষ ট্রফি ফাইনালে পেনাল্টি মিস করলেও সজলের খেলা ছিল ধারাবাহিক। মোহনবাগানের যুব দল থেকে উঠে আসা এই তরুণ মূলত মাঝমাঠের ফুটবলার। খেলা তৈরি করার ক্ষেত্রে দক্ষতা রয়েছে।