‘আমি অন্যতম সেরা, টেস্ট দলে নেওয়া হোক’, সরাসরি দাবি তুললেন ভারতীয় ক্রিকেটার

তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা বাঁ-হাতি স্পিনার আর সাই কিশোর (Sai Kishore) বড় দাবি করেছেন। তাঁর মতে, এই মুহূর্তে তিনিই দেশের অন্যতম সেরা স্পিনার। রঞ্জি ট্রফির ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়ার পর সাই কিশোর আইপিএল ২০২৪-এ খেলেছিলেন। তবে টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে ঘাড়ে আঘাত পেয়ে দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন। ইনজুরি তাঁর মনোবল দমিয়ে রাখতে পারেনি। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ভাল পারফরম্যান্স করেছিলেন। এর পরে কিছুটা বিরতি। সেই সময় নতুন উদ্যোমে প্রশিক্ষণ নিয়েছিলেন।

বিলম্বিত বোধদয়? আরজি কর কাণ্ডে প্রতিবাদের গর্জন সৌরভের

   

সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাই কিশোর বলেছেন, ‘খুব আত্মবিশ্বাসী বোধ করছি। কারণ আমি এর আগে কখনও এই জাতীয় প্রশিক্ষণ করিনি। আইপিএলে আসার আগে হয়তো এই ধরনের ট্রেনিং করতাম। ভোর চারটায় ঘুম থেকে ওঠা, অনুশীলন এবং তারপরে বোলিং। গত চার-পাঁচ বছরে আমি এত ঘণ্টা পরিশ্রম করিনি, যতটা এই প্রাক-মরশুমে করেছি।’

তিনি আরও জানিয়েছেন, ‘টিএনপিএলের পরে আমি ১৫-২০ দিনের বিরতি পেয়েছিলাম। এই সময়টাকে যতটা পেরেছি কাজে লাগানোর চেষ্টা করেছি।’ আর সাই কিশোরকে বুচি বাবু টুর্নামেন্টে টিএনসিএ একাদশের অধিনায়কত্ব করতে দেখা যাবে। দলীপ ট্রফিতে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহারের মতো ক্রিকেটারদের নিয়ে খেলবেন তাঁরা। তিনটি টি-টোয়েন্টি খেলা সাই কিশোর বলেছেন, ‘আমি মনে করি আমি দেশের অন্যতম সেরা স্পিনার। আমাকে টেস্ট ম্যাচে রাখা হোক, আমি প্রস্তুত। জাদেজা আছেন। সিএসকে-তে ওর সঙ্গে ছিলাম, কিন্তু লাল বলের ফর্ম্যাটে কখনও ওর সঙ্গে খেলিনি।’

শুধু চার-ছয় মেরে ১০৬ রান! বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন ভারতীয় ব্যাটার

সাই কিশোর যোগ করেছেন, ‘আমাকে দিয়ে ৫০ ওভারও করানো হলেও আমি খুশি মনে তা করতে প্রস্তুত। বুচি বাবু টুর্নামেন্টে খেলার মূল কারণ ৫০ ওভার বল করার জন্য তৈরি থাকা। যত বেশি সম্ভব ক্রিকেট খেলতে চাই। কখনও কখনও এই ধরনের চোট আশীর্বাদ হিসাবে প্রমাণিত হতে পারে। স্বাভাবিকভাবেই চোট পেলে খেলার জন্য মরিয়া হয়ে পড়ি। যদি আমাকে ৫০ ওভার বল করতে হয়, আমি খুশি মনে সেটা করব। আরও আগ্রহ ও উৎসাহ নিয়ে কাজটি করব। আবার খেলতে পেরে খুবই রোমাঞ্চিত।’ 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন