মানালির সাহিল (Sahil Thakur) ৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত যুব অলিম্পিকে (Youth Olympics) ভারতের প্রতিনিধিত্ব করছেন। সাহিলের নির্বাচন নিয়ে মানালিতে খুশির ঢেউ বইছে। আগামীকাল তার ইভেন্ট রয়েছে।
সাহিল ঠাকুর যুব অলিম্পিকে প্রতিভা প্রদর্শনকারী একমাত্র আলপাইন স্কিয়ার হবেন। দলের ম্যানেজার লুদার ও কোচ চুনি লাল ১৬ জানুয়ারি দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল m। গত ৬ থেকে ১০ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করেছিলেন সাহিল ঠাকুর। যুব অলিম্পিকের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। এবার তুষারপাতের অভাবে হিমাচলের স্কিয়ারদের সমস্যাও বেড়েছে। তুষারপাত না হওয়ায় নিজ অঞ্চল সোলাংনালার ঢালে অনুশীলন করতে সমস্যায় পড়েছিলেন সাহিল।
Best wishes to Sahil Thakur for his event tomorrow at @gangwon2024. He’ll be competing in the Men’s Giant Slalom event tomorrow at 6.30 am IST. #Gangwon2024 | #WeAreTeamIndia @youtholympics pic.twitter.com/ErzLaJPADy
— Team India (@WeAreTeamIndia) January 23, 2024
ভারতীয় দলের ম্যানেজার তথা হিমাচল উইন্টার গেমস অ্যাসোসিয়েশনের সভাপতি লুদার ঠাকুর জানিয়েছেন, দলের কোচ চুনি লাল এবং যুব অলিম্পিকে অংশগ্রহণকারী সাহিল ঠাকুর ১৬ জানুয়ারি মানালি থেকে রওনা দিয়েছেন। সাহিল একমাত্র খেলোয়াড় যিনি যুব অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছেন।