দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে গোয়া ফিরলেন সাহিল তাভোরা

মানোলো মার্কুয়েজের তত্ত্বাবধানে গত মরসুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিল এফসি গোয়া (FC Goa)। বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগ থেকেই যথেষ্ট দাপট দেখাতে শুরু…

Sahil Tavora Rejoins FC Goa on Long-Term Contract

মানোলো মার্কুয়েজের তত্ত্বাবধানে গত মরসুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিল এফসি গোয়া (FC Goa)। বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগ থেকেই যথেষ্ট দাপট দেখাতে শুরু করেছিল এই ফুটবল ক্লাব। যারফলে অনায়াসেই প্লে-অফে সুযোগ করে নিয়েছিল গোয়া শিবির। তবে বাঁধ সাধে মুম্বাই সিটি এফসি। তাঁদের কাছে পরাজিত হয়ে ট্রফি জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল জয় গুপ্তাদের। সেই সব এখন অতীত। নয়া সিজনে সাফল্য পাওয়াই এখন একমাত্র লক্ষ্য।

সেইমর্মে এবার ঝড়ের বেগে দল গোছানোর কাজ শুরু করেছিল গোয়া শিবির। গত কয়েক সপ্তাহে একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের সই করিয়েছে মানোলো মার্কুয়েজের দল। পাশাপাশি রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করতে একাধিক তরুণ ফুটবলারদের ও যুক্ত করা হয়েছে ক্লাবের সঙ্গে। এবার শেষ বেলায় সাহিল তাভোরাকে (Sahil Tavora) দলে ফিরিয়ে চমক দিল এই ফুটবল ক্লাব। গত ২০১৬ সালে ডেম্পো স্পোর্টস ক্লাব থেকে প্রথমবারের মতো গোয়ায় যোগদান করেছিলেন এই ফুটবলার। পরবর্তীতে চলে যান মুম্বাই সিটি এফসিতে।

   

তারপর একটা মরসুম বিদেশি ক্লাবে কাটিয়ে ফের দেশে ফেরা। পরবর্তীতে আরও বেশকিছু ক্লাব ঘুরে গত মরসুমে পাঞ্জাব এফসি থেকে যোগদান করেছিলেন হায়দরাবাদ এফসিতে। হিসাব অনুযায়ী আগামী ২০২৬ সাল পর্যন্ত এই দলের সঙ্গে চুক্তি থাকলেও নয়া সিজনে তাঁকে দলে পেতে আসরে নামে একাধিক ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত বাজিমাত করল গোয়া। দীর্ঘমেয়াদি চুক্তিতে ফিরে আসলেন নিজের পুরনো ক্লাবে। যা নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে গোয়ার মাঝমাঠকে‌।

দলের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেন, ” একেবারে আট বছর পর এফসি গোয়াতে ফিরে আসতে পেরে আমি খুশি। এটি সত্যি ঘরে ফেরার মতো অনুভূতি দেয়। এই দলের সাফল্যের জন্য আমি সর্বদা নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাব।” সাহিল আরও বলেন, ” গত মরসুমে গোয়া দলের অনবদ্য পারফরম্যান্স ছিল। আইএসএলের তৃতীয় স্থান অধিকার করেছিল। এছাড়াও ডুরান্ড কাপের মতো টুর্নামেন্টে ও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিল। আমি আশা রাখি আমরা আরও এগিয়ে যেতে পারব।”