ক্লাব বদল করার পর নিজের খেলার ধরণও যেন অনেকটা বদলে ফেলেছেন সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad)। মালয়েশিয়ার বিরুদ্ধে ভারত ২-৪ গোল হারলেও সামাদের খেলা চোখে পড়ার মতো। আরও একবার গোল করার বল বাড়িয়েছেন তিনি।
চলতি মরসুমে মোহন বাগান সুপার জায়ান্টে যোগ দিয়েছেন সাহাল আব্দুল সামাদ। অল্প দিনের মধ্যে মানিয়ে নিয়েছিলেন নতুন দলের সঙ্গে। ক্রমে চেনাতে শুরু করেছেন নিজের জাত। ক্লাব ফুটবলের পাশাপাশি দেশের হয়েও সমানভাবে খেলছেন ভারতের তরুণ এই ফুটবলার। আগের থেকে বদলেছে তার খেলার ধরণ। মাঠে হয়ে উঠেছেন অনেক বেশি কার্যকর।
মালয়েশিয়ার বিরুদ্ধে গোল পেয়েছেন নাওরেম মহেশ সিং। ভলিতে মহেশের গোল অবশ্যই প্রশংসার যোগ্য। বিশ্ব মানের গোল। গোলের জন্য বল বাড়িয়েছিলেন সাহাল। সেটাও ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। মাঠের ডান প্রান্ত থেকে ভেসে আসা বল মহেশের দিকে পিঠ রেখে ডান পায়ের চেটো দিয়ে ভেসে আসা বল পাঠিয়ে দিয়েছিলেন আগুয়ান ফরোয়ার্ডের দিকে। সামাদের সুন্দর পাসিং থেকে মহেশের সুন্দর বল। ইউরোপিয়ান ফুটবলের বহু সাড়া জাগানো মুভমেন্টের সঙ্গে তুলনা চলতে পারে ভারতের এই গোলের।
Mahesh's stunning goal with a Sahal assist against Malaysia 🔥#IndianFootball pic.twitter.com/Ax7HXrOsBF
— KARTHIK KS (@RudraTrilochan) October 13, 2023
মারদেকা কাপে ভারত বনাম মালয়েশিয়া ম্যাচের পর উঠে এসেছে কিছু পরিসংখ্যান। জাতীয় দলের হয়ে সম্প্রতি সেরা ফর্মে রয়েছেন সাহাল আব্দুল সামাদ। জাতীয় দলের হয়ে খেলা শেষ তিনটি ম্যাচে করেছেন পাঁচটি অ্যাসিস্ট। আক্রমণ গড়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে চলেছেন তিনি।