
বর্তমানে ভারতীয় ফুটবলে আশার আলো দেখাচ্ছে ইস্টবেঙ্গলের (East Bengal) মহিলা দল। গত কয়েক বছরে রাজ্য স্তরে সাফল্য পাওয়ার পাশাপাশি ইন্ডিয়ান ওমেন্স লিগ ও এসেছে তাঁদের ঘরে। সেই সুবাদে এবার এএফসি ওমেন্স চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেয়েছিল মশাল কন্যারা। যেখানে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে দল স্থান করে নিয়েছিল গ্ৰুপ পর্বে। যদিও পরবর্তীতে আর এগোনো সম্ভব হয়নি। বর্তমানে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলের। সেইমতো গত কয়েক সপ্তাহে আগেই ভুটানের ফুটবল ক্লাব ট্রান্সপোর্ট এফসির বিপক্ষে খেলতে নেমেছিল কলকাতা ময়দানের এই প্রধান। সম্পূর্ণ সময় শেষে চারটি গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতেছিল মশাল কন্যারা।
যেটা নিঃসন্দেহে আত্মবিশ্বাস জুগিয়েছিল সকলের। সেই ধারা বজায় রেখেই গত কয়েকদিন আগে দ্বিতীয় ম্যাচে এসেছিল জয়। অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল পাকিস্তানের শক্তিশালী দল করাচি সিটি এফসিকে। যা নিঃসন্দেহে বাড়তি মাইলেজ দিয়েছিল দলের ফুটবলারদের। সেই ধারা বজায় রেখেই এবার নিজেদের তৃতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিল মশাল ব্রিগেড। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল বাংলাদেশের নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি। শেষ পর্যন্ত ৭-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল লাল-হলুদ ব্রিগেড।
A 7️⃣ ⭐ PERFORMANCE TAKES US TO THE FINAL! 💪🔴🟡#JoyEastBengal #SAFFClubWomens2025 #MoshalGirls pic.twitter.com/vnECI58mKN
— East Bengal FC (@eastbengal_fc) December 14, 2025
এদিন দলের হয়ে একাই পাঁচটি গোল করে গেলেন ফাজিলা ইয়কপুত। এছাড়াও এদিন গোল পেলেন জ্যোতি চৌহান এবং সুলঞ্জনা রাউল। এই জয় নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। বলাবাহুল্য, লাল-হলুদ জার্সিতে নিজের প্রথম গোল এদিন পেলেন জ্যোতি। অন্যদিকে, সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করে ফেললেন উগান্ডার মহিলা তারকা ফুটবলার ফাজিলা ইয়কপুত। যা নিঃসন্দেহে গর্বের বিষয় সকলের কাছেই। আগামী দিনে ও এই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকবে লাল-হলুদ কোচের।
তবে আসন্ন ম্যাচের তুলনায় আগামী ২০শে ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ও সাফল্য পাওয়ার লক্ষ্য থাকবে সুলঞ্জনা রাউল থেকে শুরু করে রেস্টি নানজিরিদের।










