ট্রাইবেকারে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেল ভারত

সোমবার বিকেলে অনূর্ধ্ব কুড়ি সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF U-20 Championship 2024) সেমিফাইনাল খেলতে নেমেছিল ভারত‌। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল বাংলাদেশ দল‌। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের অমীমাংসিত…

SAFF U-20 Championship 2024 India vs Bangladesh

সোমবার বিকেলে অনূর্ধ্ব কুড়ি সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF U-20 Championship 2024) সেমিফাইনাল খেলতে নেমেছিল ভারত‌। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল বাংলাদেশ দল‌। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের অমীমাংসিত ফলাফল বজায় থাকলেও ট্রাইবেকারে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত হতে হল রঞ্জন চৌধুরীর ছেলেদের। যারফলে কিছুটা হলেও হতাশ ভারতের ফুটবলপ্রেমীরা।

ম্যাচের শুরু থেকে ভারতীয় ফুটবলারদের দাপট থাকলেও প্রতিপক্ষের রক্ষণভাগে আটকে যেতে হয়েছে বারংবার। বেশ কয়েকবার গোলের সহজ সুযোগ চলে আসলেও তা কাজে লাগাতে পারেনি কোরো সিংরা। তবে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি বাংলাদেশ। ম্যাচের ঠিক ৩৬ মিনিটের মাথায় আসাদুল মোল্লার করা গোলে এগিয়ে যায় প্রতিপক্ষ দল। প্রথমার্ধের শেষে সেই ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে বাংলাদেশ দল।

   

কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে ক্রমশ চাপ বাড়াতে শুরু করে ভারতীয় ফুটবলাররা। যারফলে ৭৫ মিনিটের মাথায় চলে আসে সেই বহু প্রতীক্ষিত গোল। বাংলাদেশের ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোলে বল ঠেলে দেন রিকি মিতেই। ফলাফল গিয়ে দাঁড়ায় ১-১ গোল। যারফলে অতিরিক্ত সময়ের পর খেলা চলে যায় ট্রাইব্রেকারে। সেখানেই ছন্দপতন‌। প্রথমেই থাংলালসনের শট রুখে দেন গোলরক্ষক মহম্মদ আসিফ। যারফলে অ্যাডভান্টেজ পেয়ে যায় বাংলাদেশ।

কিন্তু তবুও হাল ছাড়েনি ভারত। পরবর্তীতে অনায়াসেই বল জালে জড়িয়ে দেন পরমভির থেকে শুরু করে মনজিতরা। তাই একটা সময় জয়ের সম্ভাবনা দেখা দিলেও আকাশ তিরকের শট মিস হতেই বদলে যায় পরিস্থিতি। যারফলে আগামী ২৮শে আগস্ট নেপালের বিপক্ষে টুর্নামেন্টের ফাইনাল খেলবে বাংলাদেশের যুব দল।