Sports Desk, Kolkata24x7: চলতি টি-২০ বিশ্বকাপের সুপার ১২ নক আউটে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ড ৮ উইকেটে জিতেছে। ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যান কেএল রাহুল,রোহিত শর্মা, অধিনায়ক বিরাট কোহলি, ঋষভ পহ্ন কিউইদের বিরুদ্ধে বিগ ওয়ান (বড় শট) খেলতে গিয়ে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে ফিরে এসেছে। যা নিয়ে দেশজোড়া সমালোচনার ঝড় বয়ে চলেছে।
এই নিয়ে ভারতের প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) নিজের অভিমত মঙ্গলবার সোশাল মিডিয়াতে তুলে ধরে বলেন, “নিউজিল্যান্ড ডিসিপ্লিন বোলিং করেছে সঙ্গে ফ্লিড সেটিং ভীষণ ভাল ছিল। ফলে সহজে স্ট্রাইক রোটেশন করা যাচ্ছিল না এবং বাউন্ডারি আসছিল না। সেই কারণে আমাদের ব্যাটসম্যানরা বিগ ওয়ান (বড় শট) খেলতে শুরু করে।”
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রথম একাদশে দুই পরিবর্তন করে, দলে ইশান কিশান এবং শার্দূল ঠাকুরকে অন্তর্ভুক্ত করা হয়। দেশের ক্রিকেট মহল দ্বিধা বিভক্ত এই দুই পরিবর্তন নিয়ে। কেউ বলছেন এটা পরীক্ষামূলক পরিবর্তন ছিল, আবার কারুর মতে এটা ফোর্স চেঞ্জ ছিল। মাস্টার ব্লাস্টারের মতে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে দুই পরিবর্তন ‘ফোর্স চেঞ্জ’ ছিল। নিজের মতের স্বপক্ষে কারণ ব্যাখায় বলেন,”সূর্যর ব্যাক প্রবলেম ছিল। ফলে রিপ্লেসমেন্ট হিসেবে ইশান দলে আসে।ইশান ওপেনার হিসেবে ভাল। কেননা, দুটো আইপিএলের ম্যাচে এবং বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইশান কিশান ‘এক্সক্লুসিভ স্ট্যাট’ দিয়েছিল। আমার কাছে এই পরিবর্তন প্রত্যাশিত ছিল।
ক্রিকেটের ভগবান বলেন,” কেউ আনফিট হলে ইশান আসবে এটাই স্বাভাবিক, তাই আমি মোটেও সারপ্রাইজ হইনি, প্রথম একাদশে ইশান কিশানের নাম দেখে।”
যেভাবে বিগ ওয়ান(বড় শট) নিতে গিয়ে কিউইদের বিপক্ষে কেএল রাহুল,রোহিত শর্মা,বিরাট কোহলি, ঋষভ পহ্ন আউট হয়েছে ওই আউট হওয়ার পরিবেশ এবং পরিস্থিতির মূল্যায়ন করতে গিয়ে সচিন তেন্ডুলকর বলেন,
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইশান কিশানের ব্যাটিং ছাড়াও কেএল রাহুল,রোহিত শর্মা,বিরাট কোহলি এমনকি ঋষভ পহ্নের ব্যাটিং’র দিকে নজর রাখলে দেখা যাবে কেএল রাহুল ডিপ স্কোয়ার লেগে ক্যাচ আউট, রোহিত এনং বিরাট লঙ অনে ক্যাচ আউট হয়েছিল। মুচকি হেসে সচিন এই প্রসঙ্গে বলেন,” প্রতিবার ওপর দিয়ে মারতে গেলে নির্ভুল হতে হয়, না হলে মূল্য চোকাতে হয়।”
সচিন বিষয়টাকে আরও সহজভাবে বোঝাতে গিয়ে বলেন,”এই আউটের কারণ হিসেবে আমি (সচিন) বলবো সিঙ্গলস সহজে আসছিল না।নিউজিল্যান্ড ডিসিপ্লিন বোলিং করার পাশাপাশি ফ্লিড সেটিং ভীষণ ভাল করেছিল। ফলে সহজে যেভাবে স্ট্রাইক রোটেট করা হয়ে থাকে তা হচ্ছিল না, বাউন্ডারি পাওয়া যাচ্ছিল না। সেই কারণে আমাদের ব্যাটসম্যানরা বারে বারে বড় শট নেওয়ার ঝুঁকি নিতে শুরু করে। আর বড় শট যখন ক্লিক না করে তখন, উইকেট হারিয়ে যায়।”
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হারের ময়নাতদন্ত করতে গিয়ে সচিন তেন্ডুলকর যেভাবে নিখুঁত ভাবে ম্যাচ বিশ্লেষণ করেছেন মঙ্গলবার, তা এককথায় বাইশ গজে ডানহাতে ব্যাট ছাড়াও শুধু দুরন্ত তাই’ই নয়, এক্সক্লুসিভ।