অনুশীলনে ফিরলেন রায়ান এডওয়ার্ড, খেলবেন মুম্বাই ম্যাচ?

ryan edwards Chennaiyin FC

জয় দিয়েই এবারের আইএসএল শুরু করেছিল চেন্নাইয়িন এফসি। যা নিয়ে খুশি ছিলেন সমর্থকরা। কিন্তু সেই ধারা বেশিদিন বজায় থাকেনি। ম্যাচ যত এগিয়েছে ততই ছন্দ হারাতে শুরু করেছিল দক্ষিণের এই ফুটবল দল। বিশেষ করে এবারের ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগে কলকাতা ময়দানের তিন প্রধানের কাছে ধরাশায়ী হওয়ার পর মনোবল ভাঙতে শুরু করেছিল ওয়েন কোয়েলের ছেলেদের। সেই হতাশা ভুলে গত বুধবার নিজেদের ঘরের মাঠে টুর্নামেন্টের বারো নম্বর ম্যাচ খেলতে নেমেছিল চেন্নাইয়িন এফসি । যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল থাংবোই সিংটোর হায়দরাবাদ এফসি।

Advertisements

সম্পূর্ণ সময়ের শেষে একটি মাত্র গোলের ব্যবধানে তাঁদের বিপক্ষে জয় ছিনিয়ে নিলেও চিন্তায় রেখেছিল খেলোয়াড়দের চোট সমস্যা। বলাবাহুল্য গত ম্যাচেই বল হেড দিতে গিয়ে গুরুতর জখম হতে হয়েছিল ব্রাজিলিয়ান তারকা এলসিনহো জোসে দিয়াজকে। জ্ঞান হারিয়েছিলেন মাঠের মধ্যেই। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন। বর্তমানে আগের থেকে যথেষ্ট সুস্থ রয়েছেন এই তারকা ফুটবলার। তবে আগামী কয়েকটি ম্যাচে তাঁকে মাঠে পাবেন না চেন্নাইয়িন কোচ।

এছাড়াও কার্ড সমস্যা থাকায় মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে পারবেন না কন্নর শিল্ড। যারফলে প্রথম একাদশ সাজাতে গিয়ে কার্যত কালঘাম ছোটার মতো পরিস্থিতি দেখা দেয় আইএসএল জয়ী এই কোচের। তবে এসবের মাঝেই এবার কিছুটা স্বস্তি পেল অভিষেক বচ্চনের এই ফুটবল ক্লাব। চোট সমস্যা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রায়ান এডওয়ার্ড (Ryan Edwards)। হায়দরাবাদ এফসির বিপক্ষে খেলতে গিয়ে মাঝপথেই মাঠ ছাড়তে হয়েছিল এই ব্রিটিশ ডিফেন্ডারকে।

Advertisements

তাঁর ফেরা নিয়ে সেই সময় ধোঁয়াশা দেখা দিলেও এবার অনেকটাই সুস্থ আছেন রায়ান। শনিবার থেকেই যোগ দিয়েছেন দলের অনুশীলনে। সব ঠিকঠাক থাকলে আসন্ন অ্যাওয়ে ম্যাচে মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে দেখা যেতে পারে দলের এই ইংলিশ ফুটবলারকে।