HomeSports News৪ মারার পরেই চোট, আর থাকতে পারলেন না মাঠে

৪ মারার পরেই চোট, আর থাকতে পারলেন না মাঠে

- Advertisement -

প্রথম বলে চার, দ্বিতীয় বলে চোট। মাঠ ছেড়ে উঠে যেতে হল ইন্ডিয়া ‘সি’ (India C vs India B) দলের ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াডকে (Ruturaj Gaikwad)।

মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ছেন সূর্যকুমার? এবার হয়তো জল্পনার অবসান

   

বৃহস্পতিবার দলীপ ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্ডিয়া ‘সি’ ও ইন্ডিয়া ‘বি’ দল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইন্ডিয়া ‘সি’ অধিনায়ক ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড। ইনিংসের প্রথম বলেই চার। মুকেশ কুমারের বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের হয়ে রান তোলা শুরু করেছিলেন গায়কোয়াড। এরপরেই চোট। মাঠ ছেড়ে প্যাভিলিয়নের দিকে পা বাড়ান রুতুরাজ। তাঁর চোটের ব্যাপারে এখই বিস্তারিত কিছু জানা যায়নি। সাই সুদর্শনের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন রুতুরাজ গায়কোয়াড। রুতুরাজ উঠে যাওয়ার পর তাঁর জায়গায় মাঠে নামেন রজত পতিদার।

জয় দিয়ে চলতি দলীপ ট্রফিতে অভিযান শুরু করেছে ইন্ডিয়া ‘সি’। টুর্নামেন্টে দলের প্রথম ম্যাচে জয় পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। ইন্ডিয়া ‘ডি’ সঙ্গে হাড্ডাহাড্ডি ম্যাচের পর বিজয়ী দল হিসেবে মাঠ ছেড়েছিল ইন্ডিয়া ‘সি’। ২৩৬ রান তাড়া করে এসেছিল জয়। ৪৮ বলে ৪৬ রান করে দলের জয়ের জন্য প্রয়োজনীয় ভিত গড়ে গিয়েছিলেন রুতুরাজ।

প্রথম ম্যাচে জয় পাওয়ার সুবাদে দ্বিতীয় ম্যাচেও ইন্ডিয়া ‘সি’ দলের কাছ থেকে ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা রয়েছে অনেকটা। মহারাষ্ট্রের রুতুরাজ দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে রয়েছেন। দলীপ ট্রফিতে ভাল পারফরম্যান্স করলে তাঁর সামনে ফের খুলে যেতে পারে জাতীয় দলে ফেরার দরজা। লাল বলের ক্রিকেটে তাঁর কেরিয়ার গ্রাফ প্রত্যাশা মতো ওঠেনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ডাক পেয়েছিলেন। এরপর আঙুলে চোট। এরপর টেস্ট স্কোয়াডে আর জায়গা পাননি রুতুরাজ গায়কোয়াড।

৪, ৪, ৬, ৬, ৬, ৪… হেডের প্রহারে ছত্রাখান ইংল্যান্ড, সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে রুতুরাজ গায়কোয়াডের পরিসংখ্যান বেশ চমকপ্রদ। ২০১৬ সালে মহারাষ্ট্রের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। এরপর করেছিলেন দু’হাজারের বেশি রান। ৬টি সেঞ্চুরি, ১০টি হাফসেঞ্চুরি রয়েছে নামের পাশে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular