গত কয়েক দিন হল খুব জোরালোভাবে উঠেছে একটি জল্পনা। দেশন ব্রাউন (Deshorn Brown) মহামেডানে আসছেন এমন কানাঘুষো শোনা যাচ্ছিল। কিন্তু এক রাতের মধ্যেই পরিস্থিতি বদলে গিয়েছে বলে জানা যাচ্ছে। কী এমন ঘটল যে ১৮০ ডিগ্রি ঘুরে আই লিগ নয়, আইএসএলেই হয়তো দেখা যেতে পারে তাঁকে।
ট্রান্সফার উইন্ডর শুরু থেকেই মহামেডান স্পোর্টিং-এর পাখির চোখ ছিল আইএসএল খেলা অভিজ্ঞ এই ফুটবলের দিকে। সেই মতো তারা বিপুল অংকের অর্থ দিয়ে তাঁকে আই লিগে খেলানোর কথা ভাবছিলেন বলে ময়দানের জল্পনা। সেক্ষেত্রে
দেশনের থেকে ইতিবাচক আভাস পাওয়া গিয়েছিল, এমনতাও শোনা গিয়েছে। তিনি প্রায় রাজিই হয়ে গিয়েছিলেন। কিন্তু ইস্টবেঙ্গল হয়তো সেই সুযোগকে কাজে লাগাতে চাইবে। ব্রাউন এবং লাল হলুদ ক্লাবের মধ্যকার গুঞ্জন অবশ্য নতুন কিছু নয়। আগেও শোনা গিয়েছিল।
তার থেকেও বড় কথা যিনি গত তিন বছরে আইএসএল-এ ৩৬ টি ম্যাচ খেলে ১৪ টি গোল এবং দু’টি অ্যাসিস্ট করেছেন তিনি কি আদৌ আই লিগে খেলবেন ? এর উত্তর হয়তো কয়েকদিনের মধ্যে জানা যাবে।