এই মুহূর্তে ময়দানে জোর গুঞ্জন এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ছাড়তে চলেছেন সুমিত রাঠি (Sumit Rathi)। প্রাক্তন এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও হাবাসের কোচিংয়ে একটা সময় দারুণ ভাবে নিজেকে মেলে ধরেছিলেন সুমিত রাঠি।
তবে চলতি মরশুমে অধিকাংশ সময়টাই বেঞ্চে বসে কাটছে রাঠির।জুয়ান ফেরান্দোর আন্ডারে সুযোগ পাওয়া তো দুর, প্রথম একাদশেই দেখা যাচ্ছেনা রাঠিকে। এই মরশুমে দুই একটা ডুরান্ডকাপের ম্যাচে খেলতে দেখা গেছিলো তাকে।
এমন একটি সময় জানুয়ারির উইন্টার ট্রান্সফার উইন্ডোতে রাঠি কে দলে পেতে দুই একটা ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব কথাবার্তা চালিয়েছিলো। এমনকি একটি ক্লাবের সাথে তার চূড়ান্ত পর্যায়ের কথা হয়েছিল বলে শোনা যাচ্ছে।
ওড়িশা এফসির সাথে পাকাপোক্ত ভাবে সুমিত রাঠির কথা হয়েছিল বলেই জানা যাচ্ছে। কিন্তু হঠাৎ করে দীপক টাংড়ির চোট লাগায় এখনই সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট ছাড়তে নারাজ রাঠিকে। বর্তমানে প্রীতম কোটাল এবং শুভাশীষ বোসের কোনও প্রপার রিপ্লেসমেন্ট নেই সবুজ মেরুন শিবিরে।
এদিকে এটিকে মোহনবাগানের যা চোটের বহর তাতে এরপর যদি সেই চোটের তালিকায় ফুটবলারের সংখ্যা বাড়ে তাহলে বিকল্প মুখ খুঁজে পেতে সমস্যা হবে এটিকে মোহনবাগানের। তাই সুমিত রাঠিকে নিয়ে চটজলদি কোনো সিদ্ধান্তে এখনই আসতে চাইছে না এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।