Ruhul Kuddus: চোট-রিহ্যাবের পর অবশেষে বাংলা দলে ধপধপির কুদ্দুস

Ruhul Kuddus Joins Bengal

শুক্রবার সন্তোষ ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলা। আজ পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেবে টিম বেঙ্গল। এবারের সন্তোষ ট্রফির জনে যে বাংলা দল তৈরি করা হয়েছে সেটা বেশ চোখে পড়ার মতো। স্কোয়াডে জায়গা পেয়েছেন একাধিক তরুণ এবং উঠতি খেলোয়াড়। সেই সঙ্গে সিনিয়র কয়েকজন ফুটবলারকে রাখা হয়েছে। মোহন বাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গলের পাশাপাশি ইউনাইটেড স্পোর্টস থেকে একাধিক ফুটবলার সুযোগ পেয়েছেন বাংলার সন্তোষ ট্রফি স্কোয়াডে।

Advertisements

বাংলার সন্তোষ ট্রফি স্কোয়াডে রুহুল কুদ্দুস পুরোকাইতের নাম রয়েছে। অনেকেই হয়তো এই ফুটবলারের নাম টিম লিস্টে দেখে বিস্মিত হয়েছেন। আসলে বিগত কয়েক মরসুম ধরে বাংলা দলে ঢোকার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগণার ধপধপির এই উঠতি ফুটবলার। কিন্তু সুযোগ পাননি। মাঝে অনেকটা সময় চোট আঘাতের কারণে ছিটকে গিয়েছিলেন মাঠের বাইরে। চোট সারিয়ে ফিরে এসেছেন মাঠে। এবারের কলকাতা ফুটবল লীগ দল হিসেবে প্রত্যাশা পূরণ করতে পারেনি ইউনাইটেড স্পোর্টস। কিন্তু একাধিক প্রতিভা তুলে এনেছে ক্লাব।

   

চোট সারিয়ে ফিরে আসা রুহুল হয়ে উঠেছিলেন দলের নিয়মিত ফুটবলার। খেলেন মূলত রক্ষণভাগে। এর আগেও সন্তোষ দলে প্রবেশ করার সুযোগ এসেছিল তার কাছে। ট্রায়ালে ডাক পেলেও মূল দলে আর সুযোগ পাচ্ছিলেন না। এবার এই বাধাটাও সরিয়ে দিয়েছেন রুহুল।

উল্লেখযোগ্য ব্যাপার হল, চোট পেয়ে অনেক খেলোয়াড় নিজের ফর্ম খুঁজে বেড়ান। কিন্তু রুহুল চোট কাটিয়ে ফিরে আসার পর নিজের দক্ষতা প্রমাণ করেছেন প্রতি ম্যাচে। ইউনাইটেড স্পোর্টস একাদশের নিয়মিত ফুটবলার হয়ে উঠেছিলেন ক্রমাগত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements