Andy Flower: আরসিবিতে নতুন কোচ; নিশ্চিত নয় চুক্তির সময়

অবশেষে নানা জল্পনার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে আসলেন অ্যান্ডি ফ্লাওয়ার। প্রাক্তন এলএসজি কোচ এখন বর্তমান আইসিবি কোচ। যদিও কত বছরের জন্য তাঁর সাথে চুক্তিবদ্ধ…

Andy Flower: আরসিবিতে নতুন কোচ; নিশ্চিত নয় চুক্তির সময়

অবশেষে নানা জল্পনার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে আসলেন অ্যান্ডি ফ্লাওয়ার। প্রাক্তন এলএসজি কোচ এখন বর্তমান আইসিবি কোচ। যদিও কত বছরের জন্য তাঁর সাথে চুক্তিবদ্ধ হয়েছে আরসিবি, সেই নিয়ে কিছু জানায়নি কতৃপক্ষ। আগেই জানা গিয়েছিল যে আরসিবি প্রাক্তন প্রধান কোচ মাইক হেসন এবং ব্যাটিং কোট সঞ্জয় বাঙ্গারের সাথে চুক্রি এগিয়ে নিয়ে যায়নি আইসিবি শিবির। সেই হেসনের জায়গাতেই আসতে চলেছেন সদ্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া কিংসের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

আরসিবি বিবৃতিতে ফ্লাওয়ার বলেন, “আমি সঞ্জয় বাঙ্গার এবং মাইক হেসনের কাজকে সম্মান করছি। আমি ফ্যাফের সাথে পুনরায় মিলিত হতে পেরে বিশেষভাবে উত্তেজিত। আমরা অতীতে একসাথে খুব ভাল কাজ করেছি আমি আমাদের অংশীদারিত্ব এবং সম্পর্ককে আরও বড় এবং ভাল কিছুতে পরিণত করার জন্য উন্মুখ।”

আরসিবি যোগদানের আগে নিজের ‘সিভি’ ভালো মতন তৈরী করে রেখেছেন ফ্লাওয়ার। ২০১০ সালে ইংল্যান্ডের সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কোচ তিনি। পিএসএল (মুলতান সুলতানস), আইএলটি ২০ (গাল্ফ জায়ান্টস), এবং পুরুষদের হান্ড্রেড (ট্রেন্ট রকেটস) শিরোপা জয়ের জন্য দলকে কোচিং করেছেন জিম্বাবুয়ের প্রাক্তন এই অধিনায়ক। ফ্লাওয়ারের দায়িত্বে সেন্ট লুসিয়া কিংস দুবার সিপিএল ফাইনালে পৌঁছেছে। অতি সম্প্রতি, তিনি পুরুষদের অ্যাশেজ চলাকালীন অস্ট্রেলিয়ার পরামর্শক হিসাবে কাজ করেছেন।

Advertisements

২০১৯ সালে ফ্লাওয়ারের মতো একই পরিস্থিতিতে প্রধান কোচের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন হেসন। সেই মরসুমে শেষ স্থানে শেষ করার পরে গ্যারি কার্স্টেন, আশিস নেহরা এবং বিক্রম সোলাঙ্কির সাথে চুক্তি পুনর্নবীকরণ করেনি আরসিবি।

আপাতত, ফ্লাওয়ার তাঁর নিজস্ব বিশেষজ্ঞ কোচের দল আনার সুযোগ পাবেন কিনা তা স্পষ্ট নয়। আরসিবির মিডিয়া বিবৃতিতে অন্য কোনো নিয়োগের কথা বলা হয়নি। এই মুহুর্তে, বোলিং কোচ অ্যাডাম গ্রিফিথসের সাথে সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবে যথাক্রমে এস শ্রীরাম এবং মালোলান রঙ্গরাজনের রয়েছেন।