PJN : রয় কৃষ্ণ’র টুইট পোস্ট ভাইরাল 

গত শনিবার গোয়ার মারগাও’র PJN স্টেডিয়ামে ATK মোহনবাগান ৩-১ গোলে হারিয়ে দিল নর্থইস্ট ইউনাইটেড এফসি’কে। ATK মোহনবাগানের পরের খেলা ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার, এফসি গোয়ার বিরুদ্ধে।…

PJN : রয় কৃষ্ণ'র টুইট পোস্ট ভাইরাল 

গত শনিবার গোয়ার মারগাও’র PJN স্টেডিয়ামে ATK মোহনবাগান ৩-১ গোলে হারিয়ে দিল নর্থইস্ট ইউনাইটেড এফসি’কে। ATK মোহনবাগানের পরের খেলা ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার, এফসি গোয়ার বিরুদ্ধে।

সোমবার বিশ্ব জুড়ে পালিত হচ্ছে প্রেম দিবস, ‘ভ্যালেন্টাইন ডে’। আর এমন আবেগঘন মুহুর্তে ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণ সবুজ মেরুন সমর্থকদের শুভেচ্ছা বার্তা দিতে বিন্দুমাত্র সময় অপেক্ষা করেনি। ATK মোহনবাগানের টুইটার হ্যান্ডেলে রয় কৃষ্ণর পোস্ট রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, যা এই মুহুর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল। ভাইরাল হওয়া ওই পোস্টের ক্যাপসনে লেখা হয়েছে,”

শুভ ভ্যালেন্টাইনস ডে, মেরিনার্স 💚♥️

#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL #IndianFootball “

গত শনিবার, নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মেরিনার্সদের হয়ে গোল করে জনি কাউকো (২২),লিস্টন কোলাসো(৪৫),মনবীর সিং(৫২) মিনিটে। অবশ্য খেলার শুরুতে পিছিয়ে ছিল সবুজ মেরুন ব্রিগেড। সুহের ভিপি ১৭ মিনিটে দলকে গোলের লিড দেয়। সবুজ মেরুন শিবিরকে সমতায় ফেরায় জনি কাউকো।

Advertisements

নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে টানা ১১ ম্যাচে অপরাজিত থেকে ১৪ ম্যাচে ৭ ম্যাচে জয় এবং ৫ ম্যাচ ড্র করে ATK মোহনবাগান এখন ISLপয়েন্ট টেবিলে দু নম্বরে,টুর্নামেন্টে ২ ম্যাচে হারের মুখ দেখে।

নর্থইস্ট ইউনাইটেড এফসি’র বিরুদ্ধে ম্যাচের ২৪ ঘন্টা আগে ATK মোহনবাগান মিনি হাসপাতালের চেহারা নেয়। সবুজ মেরুন ব্রিগেডের মোট ৮ ফুটবলারের চোট রয়েছে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে দাবি করে হেডকোচ হুয়ান ফেরান্দো। ফেরান্দোর কথায়,”আমাদের চোট-আঘাত সমস্যা রয়েছে। রয়, উইলিয়ামস, কার্ল, হুগো, সুসাই, অমরিন্দর, টাঙরির কুঁচকিতে সমস্যা, কিয়ান—এদের সবার চোট।” তবে মঙ্গলবার এফসি গোয়ার বিরুদ্ধে রয় কৃষ্ণ আদৌ ফিট কিনা তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। সূত্রে খবর,জুয়ান ফেরান্দো ম্যাচের শেষ মুহুর্তে দলের প্রথম একাদশের টিম লিস্ট জমা দেওয়ার সময় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।