Roy Krishna : কৃষ্ণাকে বাজিয়ে দেখছে আইএসলের আরও এক দল

রয় কৃষ্ণাকে (Roy Krishna) নিয়ে অব্যাহত রয়েছে জল্পনা। তিনি কোন ক্লাবে যোগ দেবেন সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। এরই মধ্যে কানাঘুষো যে ইন্ডিয়ান সুপার লিগের আরও একটা দল রয় কৃষ্ণার ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করেছে।

Advertisements

এটিকে মোহন বাগানের সঙ্গে রয় কৃষ্ণার সম্পর্ক ছিন্ন হয়েছে। তাঁর ক্লাব ছাড়ার জল্পনা অনেক আগে থেকে চলছিল। ভারতের অন্যান্য দল নজর রেখেছিল রয়ের দিকে। তিনি বাগান ছাড়ার পর ফুটবল প্রেমীদের প্রশ্ন, কৃষ্ণার পরের গন্তব্য কোথায়।

ফুটবল মহলে কানাঘুষো, বেঙ্গালুরু ফুটবল ক্লাবের সঙ্গে রয় কৃষ্ণার কথা অনেক দূর এগিয়েছে। ভারতে থাকলে হয়তো এই ক্লাবে তাঁকে খেলতে দেখা যাবে। যদিও সেটা এখনও চূড়ান্ত নয়। কারণ রয়ের ব্যক্তিগত কিছু ব্যাপারও থাকতে পারে।

Advertisements

রয় কৃষ্ণা কোন ক্লাবে খেলবেন সে ব্যাপারে তাঁর স্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। বাড়ির কথা বিচার করে তবে হয়তো কোনো ক্লাবে সই করবেন তারকা খেলোয়াড়। অস্ট্রেলিয়ার ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এরপর সম্প্রতিতম জল্পনা, ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব কেরালা ব্লাস্টার্স নাকি তাঁকে বাজিয়ে দেখেছে। যদিও এই জল্পনার সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন থাকছে।