Monday, December 8, 2025
HomeSports NewsRoy krishna : "আবার দেখা হবে কলকাতায়", প্রবীরের পাশে বসে বললেন রয়...

Roy krishna : “আবার দেখা হবে কলকাতায়”, প্রবীরের পাশে বসে বললেন রয় কৃষ্ণা

- Advertisement -

নতুন মরসুম, নতুন দল। বেঙ্গালুরু ফুটবল ক্লাবের হয়ে খেলবেন রয় কৃষ্ণা (Roy krishna)। ইতিমধ্যে ফিরেছেন দেশ থেকে। একজন ভালো ফুটবলার হওয়ার পাশাপাশি প্রবীর দাস ভালো একজন ইউটিউবার। তিনিও আগামী মরসুমে খেলবেন বেঙ্গালুরু ফুটবল ক্লাবের হয়ে। এটিকে মোহন বাগানের মতো রয় কৃষ্ণার সঙ্গে ফের জুটি বাঁধতে চলেছেন তিনি। প্রবীর দাসের ইউটিউব ভ্লগে দেখা গিয়েছে রয় কৃষ্ণাকে।

ভিডিওতে দেখা গিয়েছে, রয় কৃষ্ণা বাংলা, হিন্দি এবং ইংরেজিতে কথা বলছেন। দর্শকদের বাংলায় জিজ্ঞাসা করেছেন, “সবাই কেমন আছেন?” এরপর হিন্দিতে কিছু কথা বলার পর ইংরেজি। ফিজিয়ান তারকার আশা, আবার দেখা হবে কলকাতা।

   

সবুজ মেরুন জার্সিতে দেখা না গেলেও বেঙ্গালুরুর হয়ে মাঠে নামবেন তিনি। তখন কলকাতায় ম্যাচ খেলার জন্য আসতেই পারেন। প্রথমে এটিকে এবং পরে এটিকে মোহন বাগানের হয়ে দারুণ সব ম্যাচে উপহার দিয়েছেন ফুটবল প্রেমীদের। বাগান থেকে কৃষ্ণার বিদায়ে ক্লাব সমর্থকদের অনেকেই তাই বিমর্ষ হয়েছিলেন।

আবার কেউ মনে করছেন, এক রয় আর কতোদিন টানবেন। রয় কৃষ্ণার মতঅবস্থায় প্রবীর দাসও বাগান সমর্থকদের নয়নের মণি। তাঁকে সবুজ মেরুন শিবিরের ঘরের ছেলে বলা চলে। সেই তিনিও আগামী মরসুমে খেলবেন না কলকাতার ক্লাবের হয়ে। দল ছাড়ার পর হয়তো মন খারাপ হয়েছিল। কিন্তু নতুন ক্লাবেও পাশে পাচ্ছেন পুরনো বন্ধুকে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular