মুম্বই’র বিরুদ্ধে রয় কৃষ্ণর প্রথম একাদশে ফেরার সম্ভাবনা

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণ (Roy Krishna)। ডার্বি ম্যাচের আগে সুস্থ হয়ে উঠলেও, শারিরীক দুর্বলতার কারণে ATK মোহনবাগানের প্রথম একাদশে ঠাই…

মুম্বই'র বিরুদ্ধে রয় কৃষ্ণর প্রথম একাদশে ফেরার সম্ভাবনা

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণ (Roy Krishna)। ডার্বি ম্যাচের আগে সুস্থ হয়ে উঠলেও, শারিরীক দুর্বলতার কারণে ATK মোহনবাগানের প্রথম একাদশে ঠাই হয়নি রয় কৃষ্ণর। কিন্তু বৃ্হস্পতিবার, মুম্বই সিটি এফসির বিরুদ্ধে সবুজ মেরুন জার্সিতে প্রথম একাদশে নামার সম্ভাবনা রয়েছে রয় কৃষ্ণর।

আক্ষেপ রয়েছে রয় কৃষ্ণর টুর্নামেন্টের ফিরতি বড়ো ম্যাচে মাঠে নেমে পারফর্ম না দেখানোর। তবে মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে ফতোর্দার PJN স্টেডিয়ামে নিজেকে মেলে ধরতে মুখিয়ে রয়েছেন ফিজিয়ান ফুটবলের ‘পোস্টার বয়’ রয় কৃষ্ণ। বৃ্হস্পতিবার ATK মোহনবাগান টুইট করে প্র‍্যাকট্রিস দলের সেশনের।ওই টুইটে রয় কৃষ্ণর ছবি সহ ডেভিড উইলিয়ামস,শুভাশিস বোস,সন্দেশ ঝিঙ্গান এবং অবশ্যই ISL টুর্নামেন্টের দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচে ‘হ্যাটট্রিক বয়’ কিয়ান নাসিরির ছবি আপলোড করা হয়েছে সঙ্গে ক্যাপসনে লেখা হয়েছে,”আবার যেতে প্রস্তুত! ⚡️💪(Ready to go again! ⚡️💪)

#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL #IndianFootball “

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে শারিরীক দুর্বলতা কাটিয়ে ২০০ শতাংশ ম্যাচ ফিট রয় কৃষ্ণ। তাই হুয়ান ফেরান্দোর মুম্বই বধের ব্লু’প্রিন্টে দেখা যেতে পারে ফিজিয়ান গোল্ডেন বয়’কে।

চলতি ইন্ডিয়ান সুপার লীগের(ISL) দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোটা ম্যাচ রিজার্ভ বেঞ্চে বসেই কিয়ান নাসিরির ‘তাণ্ডব নৃত্যে’ হ্যাটট্রিক চাক্ষুষ করেন রয় কৃষ্ণ।

Advertisements

সবুজ মেরুন ফুটবলার রয় কৃষ্ণ এখন খোঁচা খাওয়া বাঘ। বিপক্ষ মুম্বই’র বিরুদ্ধে পারফর্ম করার জন্য গর্জে চলেছেন। হিসপিস অবস্থা ফিজিয়ান ফুটবলের পোস্টার বয়ে’র। ISL পয়েন্ট টেবিলে ৫ নম্বরে ATK মোহনবাগান ১১ ম্যাচে ১৯ পয়েন্ট। মুম্বই সিটি এফসি’কে হারাতে পারলেই ISL পয়েন্ট টেবিলে একলাফে দ্বিতীয় স্থানে চলে যাবে মেরিনার্সরা, ৫ ম্যাচ জয়,৪ ম্যাচে ড্র মাত্র ২ ম্যাচে হারের মুখ দেখেছে সবুজ মেরুন শিবির। হুয়ান ফেরান্দোর স্কোয়াড হেলায় এমন সুযোগ হাতছাড়া করতে চাইবে না।

প্রসঙ্গত, আই লিগ টুর্নামেন্টে সঞ্জয় সেনের কোচিং সকাল ৮ টার সময়ে মোহনবাগান দল ক্লাব তাঁবুর মাঠে অনুশীলনে আসে। প্র‍্যাকট্রিসে যোগ দেয় সনি নর্ডেও। ঠিক সেই সময়ে একান্ত আলাপচারীতায় প্রাক্তন মোহনবাগান ডিফেন্ডার কম্পটন দত্ত সবুজ মেরুন জনতাকে আই লিগে দলের মানসিকতা প্রসঙ্গে ইঙ্গিতবহ বার্তা ছুঁড়ে দিয়ে বলেন,”সমস্ত দলই খেলতে নামে জেতার লক্ষ্য নিয়ে”। আসলে এই কথা বলে সমর্থকদের আশ্বস্ত করা প্রিয় দলের খেলোয়াড়দের ওপর বিশ্বাস রাখুন। তাই বৃ্হস্পতিবার ISL টুর্নামেন্টে ATK মোহনবাগান ফুটবলারেরা জয়ের টার্গেট লক করে মুম্বই’র বিরুদ্ধে ঝাঁপাবে এটা বলার অপেক্ষা রাখে না।