East Bengal ক্লাবেই সম্ভবত যোগ দিতে চলেছেন রয় কৃষ্ণা

Roy Krishna

কয়েকদিন আগেই শোনা যাচ্ছিলো রয় কৃষ্ণাকে দলে পেতে আগ্রহ দেখিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। কিন্তু এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট রয় কৃষ্ণা’র সাথে ফের কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal)।

শোনা যাচ্ছে ইমামি’র তরফে রয় কৃষ্ণা’র এজেন্টের সাথে ফের কথাবার্তা শুরু হয়েছে। সব মিলিয়ে এই মূহুর্তে আইএসএলের সেরা বিদেশিদের মধ্যে অন‍্যতম রয় কৃষ্ণার কাছে হায়দ্রাবাদ এফসি,কেরালা ব্লাস্টার্স এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড,বেঙ্গালুরু এফসি,মুম্বই সিটি এফসি সহ অস্ট্রেলিয়ার লিগে একটি ক্লাবের প্রস্তাব আছে৷ এই ফিজিয়ান তারকা ফুটবলার এখন কোথায় যায় সেটাই দেখার বিষয়।

   

এদিকে, বর্তমানে ইস্টবেঙ্গলের সাথে চুক্তি নিয়ে তৈরি হওয়া সমস্যা অনেক টাই মিটে যাওয়ার পথ,কয়েক দিনের মধ্যেই দুই পক্ষের চুক্তি হয়ে যাবে, তাই এবার সরাসরি ফুটবলার বাছাই করার ক্ষেত্রে তৎপর তারা। চুক্তি নিয়ে বহুসময় জারি আছে ডামাডোল৷ তাই বেশ কিছু ফুটবলার ক্লাব ছাড়ার আগ্রহ প্রকাশ করেছেন৷ ইতিমধ্যে ছেড়েছেন’ও কয়েক জন। তালিকায় ঢুকে পড়ছিলেন মোবাশির রহমান। কিন্তু দুই পক্ষের মিলিত হয়ে মোবাশির’কে বোঝালে তিনি তার সিদ্ধান্ত থেকে সরে দাড়ান। এবং শোনা যাচ্ছে আসন্ন মরশুমে প্রথম ফুটবলার হিসেবে সই করবেন তিনি‌।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন