কলকাতার প্রস্তাব না-পসন্দে সম্ভবত অস্ট্রেলিয়া ফিরছেন Roy Krishna

Roy Krishna

একাধিক আইএসএলের ক্লাব দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ফিজির তারকা ফুটবলার রয় কৃষ্ণা’কে (Roy Krishna)। কিন্তু যে আর্থিক প্রস্তাব তারা দিচ্ছেন কৃষ্ণাকে, তা এই তারকা ফুটবলারের একদম মনের মতো হচ্ছে না।

Advertisements

আইএসএলের ইতিহাসে অন‍্যতম সেরা বিদেশি ফুটবলার তিনি। এটিকে এবং এটিকে মোহনবাগানের হয়ে দুই দফায় ৬০ টি ম‍্যাচ খেলে ৩৬ টি গোল করেছিলেন তিনি। জিতেছেন আইএসএল।

   

এবার সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দো যে পন্থায় দল খেলাবেন তার প্রয়োজন নেই কৃষ্ণা’র। এরপর এই ফিজিয়ান স্ট্রাইকার ক্লাব ছাড়েন।

Advertisements

দল বদলের বাজারে তিনি এখন অপেক্ষায় আছেন একটা ভালো প্রস্তাবের। কিন্তু তার দাবী মেনে নেওয়াটা হয় কঠিন বলেই হয়তো ক্রমশ উদাসীন হয়ে পড়েছে আইএসএলের ক্লাব গুলো।তাই হতাশ কৃষ্ণা ফের আরেকবার অস্ট্রেলিয়াতেই ফিরে যাবেন এমনটা মনে করছেন সকলে।