HomeSports Newsবেঙ্গালুরুর বদলে ভারতের এই ক্লাবে যেতে পারেন Roy Krishna

বেঙ্গালুরুর বদলে ভারতের এই ক্লাবে যেতে পারেন Roy Krishna

- Advertisement -

রয় কৃষ্ণা (Roy Krishna) কোন দলে যোগ দেবেন সে ব্যাপারে এখনও সদুত্তর পাওয়া যায়নি। ভারতের একাধিক ক্লাব তাঁকে দলে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে বলে আগেই জানা গিয়েছিল। বৃহস্পতিবারের খবরও তাই। ইন্ডিয়ান সুপার লিগের একাধিক দল তাকিয়ে আছেন ফিজিয়ান তারকার দিকে।

প্রথমে শোনা গিয়েছিল রয় কৃষ্ণাকে দলে নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে বেঙ্গালুরু ফুটবল ক্লাব। আগামী মরশুমে এই ক্লাবে প্রবীর দাসকে খেলতে দেখার সম্ভাবনা রয়েছে। প্রবীর এবং রয় কৃষ্ণা একে অপরের খুব ভালো বন্ধু। সেহেতু প্রবীর ফ্যাক্টরকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

   

সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, পিছন থেকে এগিয়ে আসছে কেরালা ব্লাস্টার্স। বেঙ্গালুরুর পাশাপাশি দক্ষিণ ভারতের এই দলটিও রয়কে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী। এবং বেঙ্গালুরুর সঙ্গে কেরালার ক্লাবের একটা লড়াই চলছে বলে ফুটবল মহলের কেউ কেউ মনে করছেন।

রয় কৃষ্ণার ব্যক্তিগত কিছু কারণের ওপর নির্ভর করে রয়েছে তিনি কোন ক্লাবে যাবেন। এক্ষেত্রে তাঁর স্ত্রীর মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। ভারত ছাড়াও অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ কৃষ্ণাকে নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলার সময় আসেনি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular