কেরালা ব্লাস্টার্সে যোগদান করে কী বললেন রোলিন?

দাপুটে ফুটবলের মধ্যে দিয়ে এবারের মরসুম শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। গোয়ার বুকে আয়োজিত সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপের প্রথম ম্যাচে যথেষ্ট দাপটের…

rowllin-borges-joins-kerala-blasters-reacts-isl-season

দাপুটে ফুটবলের মধ্যে দিয়ে এবারের মরসুম শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। গোয়ার বুকে আয়োজিত সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপের প্রথম ম্যাচে যথেষ্ট দাপটের সাথে জয় ছিনিয়ে নিয়েছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। তাঁদের কাছে কার্যত নাস্তানাবুদ হয়েছিল আইলিগের ফুটবল ক্লাব তথা রাজস্থান ইউনাইটেড। যেটা মন জয় করেছিল সকল সমর্থকদের। পরবর্তীতে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির বিপক্ষে ও এসেছিল সহজ জয়। যারফলে পরবর্তী রাউন্ডে যাওয়ার অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল কেরালা।

Advertisements

শেষ ম্যাচে মুম্বাই সিটি এফসির বিপক্ষে ড্র করলেই নিশ্চিত হয়ে যেত সেমিফাইনালের টিকিট। কিন্তু সেটা সম্ভব হয়নি শেষ পর্যন্ত। পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাইয়ের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে ও শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছিল দক্ষিণের এই দলকে। যা কিছুতেই মেনে নিতে পারেননি সমর্থকরা। এই সমস্ত কিছু দূরে সরিয়ে এবার আগামী দিনে সাফল্য পাওয়াই প্রধান চ্যালেঞ্জ দলের ফুটবলারদের। হাতে কয়েকটা সপ্তাহ। তারপরেই শুরু হতে চলেছে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল। কাজেই লড়াইটা যে অনেকটাই কঠিন হতে চলেছে সেটা বলাই চলে।

   

এই পরিস্থিতিতে বেশকিছু বদল এসেছে দলের অন্দরে। ইতিমধ্যেই দল ছেড়েছেন নোয়া সাদাউ থেকে শুরু করে ডুসান ল্যাগেটরের মতো ফুটবলাররা। এছাড়াও লোন চুক্তির মধ্য দিয়ে বিদেশের ক্লাবে যোগদান করেছেন আদ্রিয়ান লুনা। তাঁদের বদলে এবার দলে এসেছেন জার্মান মিডফিল্ডার মার্লন রুস ট্রুজিলো। এছাড়াও এক ভারতীয় মিডফিল্ডারের যোগদানের কথা আজ জানিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার্স। তিনি রোলিন বোর্জেস। পূর্বে এফসি গোয়ার সঙ্গে যুক্ত ছিলেন এই দেশীয় ফুটবলার। এবার এই দক্ষিণের ক্লাবের হয়ে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ রোলিনের।

এই দলে যোগদানের প্রসঙ্গে তিনি বলেন, এই মানের একটি ক্লাবে যোগ দিতে পারাটা আমার জন্য একটি বিশেষ সুযোগ। আমি এখানে অবদান রাখতে, প্রতিদিন নিজের সেরাটা দিতে এবং এই সিজনে দলকে সাহায্য করতে এসেছি। আমি দ্রুত মানিয়ে নিতে এবং দলে ইতিবাচক প্রভাব ফেলতে চাই।’ পাশাপাশি তাঁর যোগদানের প্রসঙ্গে ক্লাবের সিইও অভীক চ্যাটার্জি বলেন, ‘ রোলিন এমন একজন খেলোয়াড় যাকে আমরা মাঠে তাঁর দক্ষতার জন্য সবসময় পছন্দ করেছি, কিন্তু এই সমস্ত গুণের চেয়েও বড় কথা, তিনি একজন প্রকৃত পেশাদার যিনি ক্লাব এবং দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন।’

আরও বলেন, ‘ তাঁর অভিজ্ঞতা ও প্রভাব আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য অবশ্যই উপকারী হবে, যারা তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।’

Advertisements