ISL শুরু হওয়ার আগে ঘোষণা করা হল কোচের নাম

গত মরসুমটা দারুণ কেটেছিল রাউন্ড গ্লাস পাঞ্জাবের (Round Glass Punjab)। আই লীগে ভালো ফল করার সুবাদে এবার তারা খেলবে ইন্ডিয়ান সুপার লীগে (ISL)।

Roundglass Punjab

short-samachar

গত মরসুমটা দারুণ কেটেছিল রাউন্ড গ্লাস পাঞ্জাবের (Round Glass Punjab)। আই লীগে ভালো ফল করার সুবাদে এবার তারা খেলবে ইন্ডিয়ান সুপার লীগে (ISL)। রবিবার ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে কোচের নাম।

   

প্রশিক্ষক হিসেবে পুষ্পেন্দ্র কুন্ডুর ওপর আস্থা রাখছে ক্লাব। গতবারও দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি। রাউন্ড গ্লাস পাঞ্জাবের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করার পর কোচ বলেছেন, “ক্লাবের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করে খুবই ভালো লাগছে। আগামী দিনে আমরা এক সঙ্গে আরও অনেক কিছু জয় করতে পারবো বলে আশা করছি। দীর্ঘ পথ চলায় এই সবে শুরু। দলকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য আমি ভীষণ উদগ্রীব।”

গত মরসুমে পাঞ্জাবের এই ফুটবল ক্লাব একাধিক সাফল্য অর্জন করেছিল। ২০২২-২৩ মরসুমে আই লীগ খেতাব জয়, পাঞ্জাব সুপার লীগে টেক্কা দিয়েছিল অন্যান্য দলগুলোকে। টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একাধিকবার বিদেশি কোচের ওপর আস্থা রেখেছিল পাঞ্জাবের এই ক্লাব। শেষ পর্যন্ত আস্থা যোগাচ্ছেন লাইসেন্স প্রাপ্ত ভারতীয় কোচ পুষ্পেন্দ্র কুন্ডু। কোচ চূড়ান্ত করার পাশাপাশি ইতিমধ্যে দল গঠনের কাজে অনেকটা এগিয়েছে রাউন্ড গ্লাস।

২০২০-২১ আই-লিগ মরসুমের আগে পাঞ্জাব এফসির ১০০% মালিকানা অর্জনের পরে রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি অন্তর্ভুক্ত করা হয়েছিল। ১৫ জুন ২০২০ সালে কার্টিস ফ্লেমিংকে তাদের প্রধান কোচ হিসাবে নিযুক্ত করেছিল। নিকোলাস টোপোলিয়াটিসকে নতুন প্রযুক্তিগত পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছিল। মরসুমের অগ্রগতির সাথে সাথে পাঞ্জাব চ্যাম্পিয়নশিপ পর্যায়ে পৌঁছেছিল। যদিও শেষ পর্যন্ত চার্চিল ব্রাদার্সের কাছে ২-৩ গোলে হেরে তাদের মরসুম শেষ করতে হয়েছিল। তবে এখনও পর্যন্ত ২০২২-২৩ মরসুমেই সেরা খেলেছিল দল।