ATK Mohun Bagan: সবুজ-মেরুনে পিএসজি, রিয়াল মাদ্রিদের প্রাক্তন স্ট্রাইকার! জেনে নিন আপডেট

Roumers about ATK Mohun Bagan and Jese Rodriguez

দল বদলের বাজারে জল্পনার অন্ত নেই। এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) নাকি আসতে পারেন রিয়াল মাদ্রিদ, প্যারিস সেন্ট জার্মেইনে খেলা ফরোয়ার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগেও খেলেছেন স্পেনের এই ফুটবলার।

সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, হেসে রদ্রিগেজকে দলে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে এটিকে মোহন বাগান। কেউ কেউ আবার ধরেও নিয়েছেন যে রদ্রিগেজের জার্সির রঙ হতে চলেছে সবুজ মেরুন। প্রশ্ন হচ্ছে এই জল্পনা আদৌ সত্যি কি না।

   

ফুটবল মহলে খোঁজ খবর নিয়ে যা জানা যাচ্ছে তার মর্ম কিছুটা এরকম- স্পেনের ফুটবলারকেই হয়তো এটিকে মোহন বাগানে দেখা যাবে। অনেকে চিনতেও পারেন সেই ফুটবলারকে। সব ঠিক থাকলে নামী কোনও খেলোয়াড় গঙ্গা পারের ক্লাবে আসতে পারেন।

জানা গিয়েছে, এটিকে মোহন বাগানে আগামী দিনে নামকরা কোনও ফুটবলার যদিও আসেননি, তাহলে তিনি হেসে রদ্রিগেজ নন। রদ্রিগেজ জল্পনায় সত্যতা প্রায় নেই বলেই ময়দানের অনেকে মনে করছেন।

রিয়াল মাদ্রিদ ক্যাসিলা থেকে সিনিয়র কেরিয়ার শুরু করেছিলেন হেসে। সেখান থেকে যোগ দিয়েছিলেন মাদ্রিদের সিনিয়র দলে। বেশ কয়েক বছর সেখানে থাকার পর সই করেছিলেন প্যারিস সেন্ট জার্মাইনে। ২০২১ সালে যোগ দিয়েছিলেন লাস ভেগাসের পালমাসে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন