দিনের প্রথম পদক। উসুতে মেয়েদের ৬০ কেজি বিভাগে রুপো পেলেন রোশিবিনা দেবী। বৃহস্পতিবার, ভারতের এটি প্রথম পদক। এশিয়ান গেমসে বুধবার মোট আটটি পদক জিতেছে। আজ আরও পদকের প্রত্যাশায় দিন শুরু করবে টিম ইন্ডিয়া। দেখতে দেখতে ১৯তম এশিয়ান গেমসের এক একটা দিন এগিয়ে চলেছে। আর এই মাল্টি স্পোর্টস ইভেন্ট থেকে ভারতীয় অ্যাথলিটরাও একের পর এক পদক নিয়ে আসছেন। আপতত পদক তালিকায় ৭ নম্বরে ভারত।
৫টি সোনা, ৭টি রুপো এবং ১০টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ২২টি পদক এসেছে ভারতে। আজ, বৃহস্পতিবার ভারতের অ্যাথলিটরা একাধিক ইভেন্টে পারফর্ম করবেন। আজ এশিয়াডের দশম দিনে মোট ১৫টি খেলায় দেখা যাবে ভারতের অ্যাথলিটদের। তার মধ্যে ১১৭ জন অ্যাথলিটকে পারফর্ম করতে দেখা যাবে। সাঁতার, তাস, ব্যাডমিন্টন, বক্সিং, সাইক্লিং, ইকুয়েস্ট্রিয়ান, ফুটবল, গল্ফ, জিমন্যাস্টিক্স, হকি, শুটিং, স্কোয়াশ, টেবল টেনিস, টেনিস ও উসুতে পারফর্ম করবেন ভারতের একাধিক অ্যাথলিট।
২০১৮ সালে জার্কাতা এশিয়ান গেমসে উসুতে ব্রোঞ্জ পেয়েছিলেন রশিবিনা দেবী। সে বার মহিলাদের ৬০ কেজি বিভাগে উসুতে সান্দায় তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন। রোশিবিনা দেবীর বাড়ি মণিপুরে। সেখানে তাঁর পরিবার রয়েছে। তাই এশিয়ান গেমসে খেলার মাঝেও রোশিবিনা দেবীর মন মাঝে মাঝেই অস্থির হয়ে উঠছে অশান্ত মণিপুরের কথা ভেবে। তিনি বলেন, “প্রতি রবিবার আমি বাবা-মায়ের সঙ্গে কথা বলি। কিন্তু প্রতিদিনই আমি ভাবি পরের সপ্তাহের শেষে আমি তাদের সঙ্গে কথা বলতে পারব তো?”
উসু ইভেন্টের ফাইনালে অংশ নেওয়া শেষ ভারতীয় ছিলেন সন্ধ্যারানি দেবী ওয়াংখেম। তিনি ২০১০ সালে গুয়াংজুতে মহিলাদের ৬০ কেজি সান্দা ইভেন্টের ফাইনালে ইরানের আজাদপুর খাদিজের কাছে হেরেছিলেন।