Manchester United: ক্লাব ছাড়ছেন রোনাল্ডো? আপডেট দিলেন ম‍্যান ইউ কোচ

manchester united coach

ক্লাব সামনের মরশুমে নেই চ‍্যাম্পিয়ান্স লিগে, তাই ম‍্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) ছাড়বেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।তাই এই মুহূর্তে প্রবল উৎকণ্ঠার মধ্যে ভুগছে আপামর ক্লাব সমর্থক’রা। এর মাঝে তাদের আশ্বস্ত করলেন খোদ ম‍্যান ইউ কোচ এরিক টেন হ‍্যাগ।

Advertisements

সদ‍্য একটি সাক্ষাৎকারে ক্লাবে রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে তার কাছে প্রশ্ন করা হলে ডাচ কোচ বলেন, ” রোনাল্ডো আমাকে এবিষয়ে কিছুই বলেনি। আমি’ও ওর ক্লাব ছাড়ার ব‍্যাপারটা পড়েই জেনেছি।তবে আমায় প্রশ্ন করা হলে বলবো,রোনাল্ডো অন‍্য কোথাও যাচ্ছেনা।ও আমাদের পরিকল্পনার মধ্যে আছে।আমরা একসাথে সাফলতা পেতে আগ্রহী।”

এদিকে, আসন্ন মরশুমে ম‍্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়কের পদে বহাল থাকলেন হ‍্যারি ম‍্যাগুয়ের।খোদ দলের কোচ এরিক টেন হ‍্যাগ এমনটাই জানিয়েছেন।যদিও গত মরশুমে তার পারফরম্যান্সের জন্য প্রবল সমালোচিত হয়েছিলেন এই ফুটবলার।

Advertisements

গতমরশুমে হতশ্রী পারফরম্যান্সের পর অনেকেই মনে করেছিলেন ম‍্যাগুয়ের’কে হয়তো দলে নাও রাখা হতে পারে, কিন্তু এমনটা হয়নি, কিন্তু এবার তাকে দলে ধরে রাখার পাশাপাশি ক‍্যাপ্টেন করে দেওয়ার পর চমকেছেন অধিকাংশ ফুটবল সমর্থক।

সাংবাদিক সম্মেলনে এসে ম‍্যান ইউ কোচ টেন হ‍্যাগ বলেছেন, ” হ‍্যারি ম‍্যাগুয়ের’ই অধিনায়ক হিসেবে থাকবেন আগামী মরশুমে।আমার এখনও সব ফুটবলার’দের সাথে কথা হয়নি, এটা সময় সাপেক্ষ বিষয়।তবে গত কয়েক বছর ধরে তিনি প্রতিষ্ঠিত একজন অধিনায়ক ।বেশ সাফলতা পেয়েছে, এটা নিয়ে আলাদা করে ভাবার কিছু নেই।”