যেমন ড্রিবল তেমন শট, ভারতে চলে এলেন রয় কৃষ্ণার প্রাক্তন সতীর্থ

শ্রীনিদি ডেকান এফসি (Sreenidi Deccan FC) Roly Bonevacia নামের এক ফুটবলারকে সই করিয়েছে। রলি তাঁর ফুটবল যাত্রা শুরু করেছিলেন আয়াক্স একাডেমি থেকে। পেশাদার ফুটবল কেরিয়ার…

শ্রীনিদি ডেকান এফসি (Sreenidi Deccan FC) Roly Bonevacia নামের এক ফুটবলারকে সই করিয়েছে। রলি তাঁর ফুটবল যাত্রা শুরু করেছিলেন আয়াক্স একাডেমি থেকে। পেশাদার ফুটবল কেরিয়ার তিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। কিন্তু কেরিয়ারের একেবারে গোড়ার দিকে ছিলেন সেন্ট্রাল মিডফিল্ডার। ২০০৮ সালের জুলাইয়ে তিনি আয়াক্সের সঙ্গে তাঁর প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেছিলেন। ২০১০-১১ মরশুমের শুরুতে তাঁকে আয়াক্সের সিনিয়র দলে তুলে আনা হয়েছিল।

রক্ষণের দুর্বলতা ঢাকতে এই কৌশল অবলম্বন করতে পারেন মলিনা

বিভিন্ন যুব পর্যায়ে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করেছিলেন। ২০০৮ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য ডাচ দলের অংশ ছিলেন এবং ২০১০ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিলেন। ২০১৫ সালে বোনভাসিয়া কুরাকাওয়ের হয়ে তার আন্তর্জাতিক ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতের বিপক্ষে ৩-১ গোলে জয়লাভের ম্যাচে গোল করেছিলেন।

Roly Bonevacia তাঁর ক্লাব কেরিয়ারে খেলেছিলেন ওয়েলিংটন ফিনিক্সের হয়ে। প্রায় ৮০টি ম্যাচ খেলেছেন এই ক্লাবের হয়ে। ওয়েলিংটন ফিনিক্সে ছিলেন ২০১৪-২০১৭ মরসুম পর্যন্ত। রায় কৃষ্ণাও ছিলেন এই ক্লাবে। কৃষ্ণা ওয়েলিংটন ফিনিক্সের হয়ে খেলেছিলেন ২০১৪-১০ মরশুম পর্যন্ত।

শুভাশিস না খেললে দীপেন্দুই হয়তো মলিনার পছন্দ

Advertisements
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sreenidi Deccan FC (@sreenidideccanfc)

‘রোলির বিস্তৃত অভিজ্ঞতা এবং পেশাদার পটভূমি আমাদের দলের জন্য অমূল্য সম্পদ। তাঁর জ্ঞান এবং দক্ষতা আমাদের তরুণ ভারতীয় ফুটবলারদের জন্য অবিশ্বাস্যভাবে উপকারী হবে,’ শ্রীনিদি ডেকান এফসির প্রধান কোচ, ডোমিঙ্গো ওরামাস এই ওই সম্পর্কে বলেছেন।

রোলি বোনেভাসিয়া দলে যোগ দেওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘শ্রীনিদি ডেকান এফসিতে যোগ দিতে পেরে আমি খুব উচ্ছ্বসিত। আগামী দিনে ভাল কিছু করে দেখানোর ব্যাপারে আশাবাদী।’