আইপিএল ২০২৪-এ মুম্বই ইন্ডিয়ান্স জয়ের সরণীতে ফিরে এসেছে। টানা তিন ম্যাচ হারের পর টানা দুই ম্যাচ জিতেছিল মুম্বই। তবে চেন্নাই সুপার কিংসের কাছে হারের মুখ দেখতে হয়েছে তাদের। এরপর বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯ রানে জিতল মুম্বই। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে মুম্বই। রোহিত শর্মা (Rohit Sharma) ২৫ বলে দু’টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৩৬ রান করেন। এ সময়ে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৪। তিনটি ছক্কা মারার পাশাপাশি নিজের নামে বেশ বিশেষ রেকর্ডও যুক্ত করেছেন রোহিত।
চলতি মরসুমে এখনও পর্যন্ত পাওয়ার প্লে-তে ১৩ টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। যা পাওয়ার প্লেতে ছয়টি দলের ছক্কার চেয়ে বেশি। লখনউ সুপার জায়ান্টস ১২টি ছক্কা মেরেছে, চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১১টি ছক্কা মেরেছে, গুজরাট টাইটান্স মেরেছে ১০টি ছক্কা, রাজস্থান রয়্যালস ছয়টি ছক্কা এবং পাঞ্জাব কিংস চারটি ছক্কা মেরেছে।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়ে ব্যাটসম্যান হিটম্যান। এই লিগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এখনও পর্যন্ত ২২৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এ ব্যাপারে পেছনে ফেলেছেন কাইরন পোলার্ডকে। মুম্বইয়ের হয়ে এই লিগে ২২৩ টি ছক্কা হাঁকিয়েছেন পোলার্ড। তিন নম্বরে হার্দিক পান্ডিয়া ১০৪টি ছক্কা এবং চার নম্বরে রয়েছেন ঈশান কিষাণ, ১০৩টি ছক্কা।
২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন রোহিত। এর আগে ছিলেন ডেকান চার্জার্স দলে। সেখানে ৫১টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। সব মিলিয়ে এই লিগে ২৭৫ টি ছক্কা রয়েছে রোহিত শর্মার নামের পাশে।
চলতি মরসুমে সাত ম্যাচের সাত ইনিংসে ৪৯.৫০ গড় ও ১৬৪.০৯ স্ট্রাইক রেটে ২৯৭ রান করেছেন রোহিত। এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিন নম্বরে রয়েছেন। এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত ৩০টি চার ও ১৮টি ছক্কা মেরেছেন হিটম্যান। পাওয়ার প্লে-তে ১৮টি ছক্কার মধ্যে ১৩টি তিনিই মেরেছেন।