Rohit Surpasses Dhoni: প্রাক্তনকে পিছনে ফেলে পঞ্চমে বর্তমান অধিনায়ক রোহিত

আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনিকে পিছনে ফেলে ভারতীয় হিসেবে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন রোহিত শর্মা। পৌর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে…

আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনিকে পিছনে ফেলে ভারতীয় হিসেবে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন রোহিত শর্মা। পৌর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১৪৩ বলে ৮০ রানের ইনিংসে তিনি ন’টি চার এবং দুটি ছয় মারেন। ৪৪৩ আন্তর্জাতিক ম্যাচে ৪২.৯২ গড়ে ১৭,২৯৮ রান রয়েছে রোহিতের।

Advertisements

আন্তর্জাতিক স্তরে ভারতীয়দের মধ্যে আপাতত শচীন টেন্ডুলকার (৬৬৪ ম্যাচে ৩৪,৩৬৭ রান), বিরাট কোহলি (৫০০ ম্যাচে ২৫,৪৮৪ রান), রাহুল দ্রাবিড় (৫০৪ ম্যাচে ২৪,০৬৪ রান) এবং সৌরভ গাঙ্গুলীর (৪২১ ম্যাচে ১৮,৪৩৩ রান) মতোন কিংবদন্তির পিছনে আছেন রোহিত শর্মা।

Advertisements

৫৩৫ ম্যাচে ৪৪.৭৪ গড়ে ১৭.০৯২ রান করেছিলেন ধোনি। ১৫ সেঞ্চুরি এবং ১০৪ অর্ধশতক রয়েছে তাঁর, সেরা স্কোর ২২৪। ৫২টি টেস্টে ভারতের হয়ে ৪৮.৪১ গড়ে ৩,৬২০ রান করেছেন রোহিত। তিনি ৮৭ ইনিংসে ১০টি সেঞ্চুরি এবং ১৫টি অর্ধশতক রয়েছে তাঁর। এই ফর্ম্যাটে তাঁর সেরা স্কোর ২১২।

এছাড়াও তিনি ২৪৩ ওয়ানডে ম্যাচে ৪৮.৬৩ গড়ে ৯,৮২৫ রান করেছেন। তিনি ২৩৬ ইনিংসে ৩০টি সেঞ্চুরি এবং ৪৮টি অর্ধশতক করেছেন, যার সেরা স্কোর ২৬৪। ৫২টি টেস্টে ভারতের হয়ে ৪৮.৪১ গড়ে ৩,৬২০ রান করেছেন রোহিত। তিনি ৮৭ ইনিংসে ১০টি সেঞ্চুরি এবং ১৫টি অর্ধশতক রয়েছে তাঁর। এই ফর্ম্যাটে তাঁর সেরা স্কোর ২১২।

এছাড়াও তিনি ২৪৩ ওয়ানডে ম্যাচে ৪৮.৬৩ গড়ে ৯,৮২৫ রান করেছেন। তিনি ২৩৬ ইনিংসে ৩০টি সেঞ্চুরি এবং ৪৮টি অর্ধশতক করেছেন, যার সেরা স্কোর ২৬৪। ভারতের হয়ে ১৪৮টি টি-টোয়েন্টিতে ৩১.৩২ গড়ে ৩,৮৫৩ রান করেছেন রোহিত। এই ফরম্যাট চারটি সেঞ্চুরি এবং ২৯টি হাফ সেঞ্চুরি করেছেন, যার সেরা স্কোর ১১৮।

দ্বিতীয় টেস্টে আরো একটি মাইলফলক ছুঁলেন ভারতের অধিনায়ক। ওপেনার হিসেবে টেস্টে ২০০০ রান পূর্ণ করেন রোহিত। ওপেনার হিসেবে ২৭ টেস্টে, ৪০ ইনিংসে ৫৩.৫৫ গড়ে ২,০৩৫ রান করেছেন রোহিত। ওপেন করতে নেমে তাঁর সেরা স্কোর ২১২ রয়েছে সাতটি শতক সহ পাঁচটি অর্ধশতক।