আইপিএল ২০২৪-এর আগে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দল তাদের অধিনায়ক বদলের সিদ্ধান্ত নিয়ে ভক্তদের বহুবার অবাক করেছে। রোহিত শর্মাকে (Rohit Sharma) অধিনায়ক পদ থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক করা হয়। এবার আবারও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার সমীকরণ তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই খবর প্রকাশ্যে আসার পর মুম্বই ইন্ডিয়ান্স ভক্তদের মুখ ফুটে উঠেছে।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক রোহিত শর্মা। তার অধিনায়কত্বে রোহিত শর্মা পাঁচবার মুম্বই ইন্ডিয়ান্সের শিরোপা জিতেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বেশির ভাগ ভক্তই রোহিত শর্মাকে দলের অধিনায়ক হিসেবে দেখতে চান। এবার আবারও মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হতে পারেন রোহিত শর্মা। হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবের চোটের কারণেই রোহিত শর্মা আবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হতে পারেন। আইপিএল ২০২৪-এর আগে হার্দিক পান্ডিয়াকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হলেও হার্দিক পান্ডিয়া বর্তমানে ইনজুরিতে রয়েছেন এবং টিম ইন্ডিয়ার বাইরে।
অন্যদিকে হার্দিকের বিদায়ের পর মুম্বই ইন্ডিয়ান্সের দ্বিতীয় অধিনায়ক হিসেবে প্রথম পছন্দ সূর্যকুমার যাদব। আহত হয়েছেন সূর্যকুমার যাদবও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে চোট পেয়েছিলেন সূর্যকুমার যাদব। এরপর থেকেই টিম ইন্ডিয়া থেকে ছিটকে গিয়েছেন সূর্য। সূর্যের নেতৃত্বে টিম ইন্ডিয়া ২০২৩ সালের শেষে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে পরাজিত করে। তারপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ড্র হয়।
এখন এই দুই খেলোয়াড়ের ফেরার বিষয়ে কোনো আপডেট নেই। আগামী ১১ জানুয়ারি থেকে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে যাচ্ছেন হার্দিক ও সূর্য। এমন পরিস্থিতিতে হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবও আইপিএল ২০২৪ থেকে ছিটকে যেতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। এমনটা হলে আবারও মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করতে দেখা যাবে রোহিত শর্মাকে।