সিরিজ হেরে নিজেকে দায়ী করে কোথায় খামতি ছিল জানালেন রোহিত

Rohit Shrma about Indian Cricket Team after loss test series

১২ বছর পর দেশের মাঠিতে টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) হতাশাজনক পরাজয়। নিউ জিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ০-৩ ব্যবধানে সিরিজ হারায় রোহিত শর্মা (Rohit Sharma) দলের পারফরম্যন্স নিয়ে চিন্তিত। ম্যাচের পর তিনি জানান, ব্যাটারদের ব্যর্থতা ছিল প্রধান কারণ। প্রথম দুটো টেস্টে যথাযথ রান সংগ্রহ না করতে পারা এবং তৃতীয় টেস্টে মাত্র ২৫ রানে পরাজয় এই হারকে আরও বেদনাদায়ক করেছে। তিনি যোগ করেন দলের সমস্ত পরিকল্পনা ভেস্তে গেছে।

Advertisements

১২১ রানেই দৌড় শেষ, অভিজ্ঞ ব্যাটারদের হতাশাজনক ব্যাটিং নিয়ে উঠল প্রশ্ন

রোহিত বলেন, “এই সিরিজে আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। গোটা সিরিজে নিউ জিল্যান্ড আমাদের থেকে অনেক ভাল ক্রিকেট খেলেছে।” তিনি নিউ জিল্যান্ডের বোলিং ও ব্যাটিংয়ের প্রশংসা করেন, যা তাঁদের সাফল্যের জন্য মূল চাবিকাঠি।

চুনকাম বিরাট-রোহিতদের, ২৪ বছর আগের স্মৃতি উসকে দিল ভারতকে

তিনি আরও জানান, “আমরা পরিকল্পনা করে মাঠে নেমেছিলাম, কিন্তু তা কার্যকর হয়নি। আমাদের বোলাররা চেষ্টা করেছে, কিন্তু নিউ জিল্যান্ডের বোলিং অনেক বেশি কার্যকর ছিল।” রোহিতের মতে, গত তিন-চার বছরে তাঁরা এমন পিচে খেলার অভিজ্ঞতা অর্জন করলেও এবারের পারফরম্যান্স দুর্ভাগ্যজনক।

Advertisements

তৃতীয় টেস্টে শুভমানের অবাক করা আউট নিয়ে ক্ষুব্ধ লিটল মাস্টার

এছাড়া, রোহিত অধিনায়ক হিসেবে দলের সঠিক নেতৃত্ব দিতে না পারার বিষয়ে নিজেকে দায়ী করেন। “এটা আমাদের দলগত পরাজয়। আমি আমার সেরা জায়গায় ছিলাম না,” বলেও জানান তিনি।

চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে যাওয়ার রহস্য ফাঁস তালাল এবং দিমিত্রিয়সের

নিউ জিল্যান্ডের ধারাবাহিক উন্নতির প্রশংসা করে রোহিত বলেন, “তাঁরা নিজেদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে সচেতন। সুতরাং, পরিকল্পনা করে খেলে এবং ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করছে।” এই পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট দলের জন্য অনেক প্রশ্ন ও নতুন চিন্তার অবকাশ সৃষ্টি হয়েছে।