এক যুগের অবসান? ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team) অধিনায়কত্বে এল বড়সড় পরিবর্তন। অস্ট্রেলিয়া সফরের (Australia Tour) ওয়ানডে সিরিজের জন্য শনিবার ঘোষিত দলেই চূড়ান্ত হয়ে গেল। রোহিত শর্মার (Rohit Sharma) বদলে স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হল তরুণ শুভমন গিলের (Shubman Gill) হাতে। শুধু ওয়ানডেই নয়, টেস্ট অধিনায়ক হিসেবেও দায়িত্ব পাচ্ছেন পঞ্জাবের এই প্রতিভাবান ব্যাটার (India Cricket News)।
বিশ্ব ক্রিকেটে রোহিতের অধিনায়কত্বের অধীনে ভারতীয় দল (Indian Cricket Team) একাধিক গুরুত্বপূর্ণ সাফল্যের মুখ দেখেছে। বিশেষ করে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর তাঁর নেতৃত্ব নিয়ে আর কোনও প্রশ্ন উঠছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ে নির্বাচকমণ্ডলীর ব্যাকরণ বদলেছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে গঠিত হচ্ছে দল। আর সেই প্রক্রিয়াতেই রোহিতকে সরিয়ে নতুন নেতৃত্বে আস্থা রাখলেন নির্বাচকরা।
প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছেন, “তিন ফরম্যাটে তিন অধিনায়ক রাখা একপ্রকার অসম্ভব। পরিকল্পনা করাও কঠিন। এখন যতটা সম্ভব ধারাবাহিকতা রাখা দরকার। ওয়ানডে কম খেলা হবে, তাই আগেভাগেই নতুন নেতাকে সময় দিয়ে তৈরি করতে চাই আমরা।”
যদিও এই সিদ্ধান্ত শুধুমাত্র নির্বাচকদের নয়, এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কোচ গৌতম গম্ভীর। যদিও আগরকর সরাসরি গম্ভীরের নাম নেননি। তবে তাঁর বক্তব্যেই স্পষ্ট, নেতৃত্ব বদলের নেপথ্যে গম্ভীরের পরামর্শই মূল চালিকা শক্তি।
নতুন অধিনায়ক হিসেবে শুভমন গিলের হাতে দায়িত্ব তুলে দেওয়ার যুক্তি হিসাবে আগরকর বলেন, “২০২৭ একদিনের বিশ্বকাপের আগে সময় কম। খুব বেশি ওয়ানডে খেলা হবে না। শুভমনকে এখনই দায়িত্ব দিলে ওর পক্ষে দল তৈরি করা সহজ হবে।” একই যুক্তিতে সূর্যকুমার যাদবকেও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই অধিনায়কত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ওয়ানডে দলে (Indian Cricket Team) যদিও রোহিত রয়েছেন, কিন্তু নেতৃত্বে নেই। থাকছেন বিরাট কোহলিও। তবে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পরবর্তী বিশ্বকাপে তাঁরা খেলবেন কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে নারাজ নির্বাচকমণ্ডলী।
নতুন ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন কিছু নতুন মুখও। পেস বিভাগে থাকছেন মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা ও হর্ষিত রানা। অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন নীতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। উইকেটকিপার হিসেবে থাকছেন কেএল রাহুল, বিকল্প ধ্রুব জুড়েল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত (Indian Cricket Team) খেলবে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক থাকছেন সূর্যকুমার যাদব, সহ-অধিনায়ক শুভমন গিল। রবীন্দ্র জাডেজাকে না রাখার ব্যাখ্যা দিয়ে আগরকর বলেন, “দুজন বাঁহাতি স্পিনার নিয়ে যাওয়া কঠিন। ছোট সিরিজে সবাইকে খেলার সুযোগ দেওয়া সম্ভব নয়। জাডেজাকে বিশ্রাম দেওয়া হয়েছে, তাঁকে পরিকল্পনার বাইরে রাখা হয়নি।”
𝙏𝙝𝙚 𝙍𝙤-𝙃𝙞𝙩 𝙀𝙛𝙛𝙚𝙘𝙩 🔥
Asia Cup 2023 🏆
ICC Champions Trophy 2025 🏆A salute to the ODI Captaincy tenure of Rohit Sharma 🫡#TeamIndia | @ImRo45 pic.twitter.com/hdj8I3zrQT
— BCCI (@BCCI) October 4, 2025
Rohit Sharma replaced by Shubman Gill as Indian Cricket Team ODI captain on Gautam Gambhir advice ahead of Australia Tour