Saturday, December 6, 2025
HomeSports Newsহিটম্যানের অনুরোধে বড় বদল গম্ভীরের ইংল্যান্ড সফর দলে

হিটম্যানের অনুরোধে বড় বদল গম্ভীরের ইংল্যান্ড সফর দলে

- Advertisement -

ভারতীয় ক্রিকেটে বড়সড় মোড়, বিসিসিআইর হঠাৎ সিদ্ধান্ত বদলে আবারও ভারতের জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে ফিরছেন টি দিলীপ (T Dilip)। মাসখানেক আগেই তাকে সাপোর্ট স্টাফ থেকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু আসন্ন ইংল্যান্ড সফরের (England Tour) আগে বোর্ড নতুন করে তাকে এক বছরের জন্য নিয়োগ করছে বলে জানা গিয়েছে। আর এই সিদ্ধান্ত বদলের পেছনে অন্যতম ভূমিকা পালন করেছেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

Advertisements

রোহিত শর্মার বিশেষ অনুরোধে গম্ভীরের সম্মতি

   

এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দলের (Indian Cricket Team) হেড কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) রোহিত শর্মা (Rohit Sharma ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন টি দিলীপকে (T Dilip) আবারও দলের সঙ্গে যুক্ত করার জন্য। গম্ভীরও প্রাক্তন অধিনায়কের এই অনুরোধে সম্মতি জানান এবং বিসিসিআইকে বিষয়টি নিয়ে জানান। তারপরে বোর্ড সিদ্ধান্ত নেয় দিলীপকে ফেরানোর।

রোহিত শর্মা চলতি মাসের শুরুতেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। তবে তার অভিজ্ঞতা এবং ড্রেসিং রুমে প্রভাব আজও প্রবল। বোর্ডের এক সূত্র জানিয়েছে, ‘দিলীপ একজন দক্ষ কোচ, যিনি গত তিন বছর ধরে দলের সঙ্গে ছিলেন। খেলোয়াড়দের সঙ্গে তার বোঝাপড়া দারুণ। এই কঠিন সময়ে তার মতো অভিজ্ঞ কাউকে দলের সঙ্গে রাখা গুরুত্বপূর্ণ।’

বিদায়ের পর হঠাৎ প্রত্যাবর্তন

এপ্রিল মাসের শেষদিকে বিসিসিআই ফিল্ডিং কোচ টি দিলীপ ও ব্যাটিং কোচ অভিষেক নায়ারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্ত বিস্ময় তৈরি করে। তবে বিদেশি কোচ খুঁজে না পাওয়া এবং সময়ের অভাবে বোর্ড পুরনো ঘরানাতেই ফিরতে বাধ্য হয়।

টি দিলীপের পুনঃনিয়োগ বোঝায়, দলের ভিতরেও তার জনপ্রিয়তা কতটা। খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্ক এবং ম্যাচভিত্তিক ফিল্ডিং মেডেল প্রথা তাকে আলাদা পরিচিতি দিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও তিনি ব্যাপক জনপ্রিয়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Team India (@indiancricketteam)

রায়ান টেন ডেসকাটের ভূমিকা অপরিবর্তিত

দিলীপকে ফিল্ডিং কোচ হিসেবে ফিরিয়ে আনার ফলে রায়ান টেন ডেসকাট, যিনি ফিল্ডিং কোচের জন্য আলোচনায় ছিলেন, এখন সহকারী কোচের ভূমিকাতেই থাকবেন। এর ফলে পুরনো সাপোর্ট স্টাফের সঙ্গে কিছুটা স্থিতিশীলতা ফিরে এল দলের মধ্যে।

টিম ইন্ডিয়ার সামনে চ্যালেঞ্জ: ইংল্যান্ড সফর

২০ জুন থেকে শুরু হচ্ছে ভারতের ইংল্যান্ড সফর, যেখানে খেলতে হবে পাঁচটি টেস্ট ম্যাচ। নতুন অধিনায়ক শুভমন গিল এবং সহ-অধিনায়ক
ঋষভ পন্থের নেতৃত্বে দল এক নতুন যাত্রা শুরু করতে চলেছে। এটি ২০২৭ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সূচনা হিসেবেও বিবেচিত হচ্ছে।

ভারতীয় দলের অনেক সিনিয়র খেলোয়াড় যেমন রোহিত শর্মা ও বিরাট কোহলি ইতিমধ্যেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। তাই এই সময়ে দলের মধ্যে অভিজ্ঞতা ও ধারাবাহিকতা বজায় রাখতে একজন পরিচিত ও সফল ফিল্ডিং কোচের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

অভিজ্ঞতাই শেষ কথা বলে

টি দিলীপের মতো অভিজ্ঞ কোচকে আবারও দলে ফেরানো নিঃসন্দেহে চতুর ও বিচক্ষণ সিদ্ধান্ত। তার কৌশলগত অনুশীলন, ফিল্ডিং উন্নত করার বিশেষ পদ্ধতি এবং খেলোয়াড়দের সঙ্গে সখ্যতা – সব মিলিয়ে ভারতীয় দলের জন্য এটি একটি ইতিবাচক পদক্ষেপ। ইংল্যান্ডের মাটিতে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে থাকা দল নতুনভাবে শক্তি সঞ্চয় করতে পারবে এই সিদ্ধান্তে।

এখন দেখার, টি দিলীপ আবার কীভাবে নিজের পুরনো জায়গাটিকে আরও মজবুত করেন এবং ভারতের ফিল্ডিংকে আরও উঁচু মানে নিয়ে যান।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular