আলাদা করে ভারতের ৩ ক্রিকেটারের নাম নিলেন রোহিত

১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশের (IND vs BAN) বিপক্ষে ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে নানান প্রশ্নের উত্তর…

rohit sharma can make history in T20 World Cup 2024 India vs Ireland

১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশের (IND vs BAN) বিপক্ষে ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে নানান প্রশ্নের উত্তর দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এ সময় রোহিত দলের তিন তরুণ খেলোয়াড়ের প্রশংসা করেছেন।

নুনোকে সই করানোর আসল কারণ জানালেন মলিনা

   

এই তিন ক্রিকেটার হলেন- যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল এবং সরফরাজ খান। রোহিত মনে করেন যে দেশের জন্য সমস্ত ফর্ম্যাটে সাফল্য পাওয়ার জন্য এই তিন ক্রিকেটারের দক্ষতা রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে নিজেদের সেরাটা দিয়েছেন তরুণ ক্রিকেটাররা। বিরাট কোহলি ও লোকেশ রাহুলের অনুপস্থিতিতে এই তিনজন দুর্দান্ত পারফরম্যান্স করে সবার মন জয় করে নিয়েছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে জুরেল ও সরফরাজের অভিষেক হলেও জয়সওয়াল ইতিপূর্বে মেন ইন ব্লু-র হয়ে খেলেছিলেন। ৫ টেস্টে দু’টি ডাবল সেঞ্চুরি সহ ৭১২ রান করেছেন বাঁ-হাতি এই খেলোয়াড়। কেরিয়ারের দ্বিতীয় ম্যাচে ম্যাচ সেরা হয়েছিলেন জুরেল। সরফরাজ সিরিজে তিনটি অর্ধশতরান করেছিলেন।

মোহনবাগানের বিরুদ্ধে চমক হতে পারে ঘানার এই ফুটবলার

এই তিন ক্রিকেটারকে নিয়ে রোহিত বলেছিলেন, ‘দলে নতুন হওয়া সত্ত্বেও এই তিনজনের সঙ্গে খুব বেশি কথা বলার দরকার নেই। জয়সওয়াল, জুরেল, সরফরাজ আন্তর্জাতিক মান সম্পন্ন ক্রিকেটার। আমরা ব্যাট হাতে তাঁদের পারফরম্যান্স দেখেছি। জুরেল উইকেটের পিছনেও দুর্দান্ত পারফরম্যান্স করছে। জয়সওয়াল সিরিজটি ভাল খেলেছিল এবং জুরেল গুরুত্বপূর্ণ রান করেছিল। সরফরাজ নির্ভীক। যে কোনও দলে এমন খেলোয়াড় দরকার। এটা ভারতীয় ক্রিকেটের পক্ষে ভাল লক্ষণ। ভারতকে সব ফরম্যাটেই সাফল্য এনে দেওয়ার সবটুকু তাদের আছে।’