শুক্রবার হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) তাদের নতুন অধিনায়ক নির্বাচন করেছে। ফ্র্যাঞ্চাইজি কর্তৃক তাকে অধিনায়ক নিযুক্ত করা হয়েছে। সেই সঙ্গে রোহিত শর্মার ভবিষ্যত নিয়েও নানা প্রশ্ন উঠেছে। হার্দিক অধিনায়ক হওয়ার পর সবচেয়ে বড় প্রশ্ন উঠছে রোহিত শর্মা (Rohit Sharma) কি আইপিএল ২০২৪-এ (IPL 2024) খেলবেন? রোহিত খেললে কি হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে খেলবেন? এই সব প্রশ্ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক।
আরও পড়ুন: IND VS SA: সূর্যকুমারের সেঞ্চুরির দিনেই ভারতের জন্য খারাপ খবর
১১ বছর মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। এর মধ্যে তার অধিনায়কত্বে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। নিঃসন্দেহে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল ও বড় অধিনায়ক তিনি। শিরোপা জয়ের দিক থেকেও তিনি এমএস ধোনির চেয়ে এগিয়ে রয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আইপিএলে এই কিংবদন্তি খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ হয়ে গেল কি না?এই মুহুর্তে এটি বলা কঠিন হবে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে রোহিতের সঙ্গে আলোচনা করছে বিসিসিআই। কিন্তু হঠাৎ করেই আইপিএল থেকে তার অধিনায়কত্ব চলে যাওয়া এখন এই সব বিষয় নিয়ে সংশয় তৈরি করছে।
আরও পড়ুন: Shubman Gill: শুভমানের জন্য শুভ নয় এই ক্রিকেটার এই ফরম্যাট!
মুম্বই ইন্ডিয়ান্সের এই সিদ্ধান্তের পর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে ওঠে রোহিত শর্মার ফ্যান ব্রিগেড। বেশিরভাগ লোকের পোস্টই ছিল রোহিতকে এখনই অধিনায়কত্ব থেকে সরানো উচিত ছিল না। ভক্তরা এটিকে রোহিত শর্মার সাথে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন। কেউ কেউ কাট্টাপ্পা বাহুবলীর পোস্ট শেয়ার করেছেন। তাই কেউ একজন বলল যে আপনি সোনার সন্ধানে হীরাটি হারিয়েছেন। এমনকি রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক করে সিএসকে সম্ভবত যে ভুল করেছিল তাও উল্লেখ করা হয়েছে। এ ধরনের অনেক প্রশ্ন এখনও উঠতে ই থাকবে। এই মুহূর্তে ভক্তদের প্রতিক্রিয়া এটাই। ক্রিকেড পণ্ডিতরাও এখন এই বিষয়ে তাদের মতামত দিতে থাকবেন।
আরও পড়ুন: Rohit Sharma: রোহিতকে ক্যাপ্টেন পদ থেকে সরানোর এটাই কারণ! যুক্তি নেহাত ফেলনা নয়
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর টি-টোয়েন্টি খেলেননি রোহিত শর্মা। গত কয়েক বছর ধরে আইপিএলে তার পারফরম্যান্স বিশেষ কিছু নয়। এমন পরিস্থিতিতে টি-টোয়েন্টি ক্রিকেটে তার ভবিষ্যত কী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। চলতি দক্ষিণ আফ্রিকা সফরে টিম ইন্ডিয়ার হয়ে সাদা বলের সিরিজে ছিলেন না তিনি। তবে টেস্টে দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে তাকে। এমন পরিস্থিতিতে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও তার উপস্থিতির সম্ভাবনা কম দেখা যাচ্ছে।