India vs Ireland: বিশ্বকাপে আজকেই নজির গড়তে পারেন রোহিত

আজই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল (India vs Ireland)। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে…

rohit sharma can make history in T20 World Cup 2024 India vs Ireland

আজই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল (India vs Ireland)। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ২০১৩ সালের পর থেকে ভারত কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি। এবার আইসিসি ট্রফি খোঁড়া কাটাতে চাইছে ভারত।

অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আয়ারল্যান্ডের বিরুদ্ধে আজই ব্যক্তিগত রেকর্ড গড়তে পারেন। কারণ ভারত যদি এই ম্যাচটি জিততে পারে তবে রোহিত টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি জয়লাভ করা অধিনায়ক হবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, সঙ্গে রয়েছে কানাডা, যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

   

Mohun Bagan: ক্লাবে এসেই CFL জয়ের চ্যালেঞ্জ নিলেন বাগানের নতুন কোচ

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০টি দল। পাঁচটি করে চারটি গ্রুপে বিভক্ত করা রয়েছে দলগুলোকে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সুপার-৮ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। আয়ারল্যান্ডের পর রবিবার নিউ ইয়র্কে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। রোহিতের অধিনায়কত্বে ভারত কোনও আইসিসি ট্রফি জিততে না পারলেও, মহেন্দ্র সিং ধোনিকে পিছনে ফেলার থেকে এক ধাপ দূরে রয়েছেন।

রোহিত এখনও পর্যন্ত ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে দলটি ৪১টি ম্যাচ জিতেছে, ভারত ১২টি ম্যাচ হেরেছে। অন্যদিকে ধোনির নেতৃত্বে ৭২টি টি-টোয়েন্টি ম্যাচে ভারত ৪১টি ম্যাচ জিতেছে, হেরেছে ২৮টিতে। ধোনি এবং রোহিত ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে তাদের অধিনায়কত্বে ভারতের হয়ে সমান ম্যাচ জিতেছেন। বুধবার যদি ভারত জিতে যায় তবে এটি অধিনায়ক হিসাবে রোহিতের ৪২ তম জয় হবে। ধোনিকে পিছনে ফেলে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ জয়ী অধিনায়ক হবেন।

Daniel Chima Chukwu: ক্লাবের হয়ে সবথেকে বেশি গোল করার পরেও চিমাকে বিদায়

ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জেতা অধিনায়ক-

  • মহেন্দ্র সিং ধোনি- ৪১
  • রোহিত শর্মা- ৪১
  • বিরাট কোহলি- ৩০
  • হার্দিক পান্ডিয়া- ১০
  • সূর্যকুমার যাদব- ৫