চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (Champions Trophy 2025)-এর ফাইনালে রোহিত শর্মা ও বিরাট কোহলির ক্ষোভের মুখে পড়তে হয়েছে কুলদীপ যাদবকে (Kuldeep Yadav)। একটি সম্ভাব্য রান আউটের সুযোগ হাতছাড়া করায় তার প্রতি দুই তারকার রাগ দেখিয়েছে। ঘটনাটি ঘটে নিউজিল্যান্ডের ইনিংসের ৪১তম ওভারের দ্বিতীয় বলে। মাইকেল ব্রেসওয়েল কুলদীপের বল পয়েন্টের দিকে ঠেলে দ্রুত সিঙ্গল নেওয়ার চেষ্টা করেন। তিনি ক্রিজ থেকে অনেক দূরে ছিলেন। কিন্তু রবীন্দ্র জাদেজা এবার নন-স্ট্রাইকার প্রান্তে স্টাম্প ভাঙতে ব্যর্থ হন। ব্রেসওয়েল বেঁচে যান, কারণ কুলদীপ স্টাম্পের পিছনে দাঁড়ানোর বদলে সরে যান। ফলে ভারত হাতে থেকে উইকেটটি হাত ছাড়া হয়ে যায়। এটি টানা দ্বিতীয় ম্যাচে কুলদীপের এমন ভুল।
এর আগে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও কুলদীপ (Kuldeep Yadav) একইরকম সুযোগ নষ্ট করেছিলেন। সেই ম্যাচে স্টিভ স্মিথ কুলদীপের বল মিড-উইকেটে বিরাটের কাছে খেলে সিঙ্গল নেন। বিরাট দ্রুত বল তুলে বোলারের দিকে শক্তিশালী থ্রো করেন। কিন্তু কুলদীপ বলের দিক থেকে সরে যান। কভারে থাকা রোহিত বলটি ধরেন। কিন্তু কুলদীপের উদাসীনতায় তিনি ক্ষুব্ধ হন। বিরাটও কুলদীপের উপর চিৎকার করে ওঠেন।
Kuldeep missed the opportunity of run out..
Rohit Sharma: stump pe kyu nhi aata ha tu…??#INDvsNZ | #ChampionsTrophyFinal #ChampionsTrophy2025 #ViratKohli #SSMB29 #TeamIndia #kuldeepyadav #RachinRavindra #VarunChakaravarthy #KaneWilliamson #RohitSharma pic.twitter.com/NZAxNZxEE0— HARSH VARDHAN (@HARSHUPAL590618) March 9, 2025
ফাইনালে একই ভুলের পুনরাবৃত্তি দেখে রোহিত ওভার শেষে কুলদীপকে ধমক দেন। একটি ভাইরাল ভিডিওতে রোহিতকে বলতে শোনা যায়, “স্টাম্পসের পিছনে কেন আসিস না?” এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। দুই তারকার ক্ষোভ প্রকাশের ভিডিও ভাইরাল হয়।
ম্যাচে ভারতের সামনে ২৫২ রানের লক্ষ্য রয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৭ উইকেটে ২৫১ রানে থামে। ভারতীয় বোলাররা, বিশেষ করে স্পিনাররা, ফাইনালে দারুণ পারফরম্যান্স দেখান। নিউজিল্যান্ডের হয়ে ড্যারিল মিচেল ১০১ বলে ৬৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন। মাইকেল ব্রেসওয়েল ৫৩ রানে অপরাজিত থাকেন, রাচিন রবীন্দ্র ৩৭ ও গ্লেন ফিলিপস ৩৪ রান করেন। ভারতের হয়ে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি একটি করে উইকেট পান।